নাটোর প্রতিনিধি: নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে টিফিন খেয়ে শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে ২৬ জনকে জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
বুধবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
বিদ্যালয়ে টিফিন হিসেবে দেওয়া কেক খেয়ে অসুস্থ্ হয়ে পড়ে ওই শিক্ষার্থীরা। ৫০ জনের মতো ছাত্রীকে নাটোর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের অন্য হাসপাতাল, ক্লিনিক ও বাড়িতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতালে ভর্তি করা হয়েছে ৪ জনকে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের টিফিন দেয়া হয়। টিফিন খেয়ে শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে কয়েকজন জ্ঞান হারিয়ে ফেলে। অসুস্থদের মধ্যে ৩০ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হলে ২৬ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।
নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আতিউর রহমান বলেন, ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়