Saturday, August 30

মোদির জাপান মিশন শুরু আজ


অনলাইন ডেস্ক : ভুটান ও নেপাল সফরের পর শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাঁচ দিনের জাপান সফর শুরু করেছেন। মহাদেশের রাজনীতিতে চীনের উত্থানের সঙ্গে সামঞ্জস্য রাখতে দুই গণতান্ত্রিক রাষ্ট্রকে আরও উদ্যোগী হওয়ার লক্ষ্যেই প্রধানমন্ত্রীর এই সফর। জানা গেছে, প্রতিরক্ষা ক্ষেত্রে দুই দেশের সম্পর্ককে আরও শক্ত করতে ও ভারতীয় সেনাবাহিনীতে জাপানী বিমান কেনার বিষয় নিয়েও কথা হবে দুই প্রধানমন্ত্রীর এ বৈঠকে। দেশটিতে হাই স্পিড বুলেট ট্রেন চালুর ব্যাপারে পরিকাঠামোগত সাহায্য চাইতে বিভিন্ন জাপানী সংস্থার সঙ্গেও কথা বলবেন মোদি। প্রধানমন্ত্রী মোদির সফরসঙ্গী হিসেবে রয়েছেন উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। এদের মধ্যে রয়েছেন মুকেশ আম্বানি, আজিম প্রেমজি সহ একাধিক শিল্পপতি। আগামী ১ সেপ্টেম্বর জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সঙ্গে বৈঠক করবেন নরেন্দ্র মোদি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়