Friday, August 29

কানাইঘাটে মৃত্যুর সাড়ে তিনমাস পর কবর থেকে বৃদ্ধের লাশ উত্তোলন


নিজস্ব প্রতিবেদক: মারা যাওয়ার সাড়ে তিন মাস পর গত বৃহস্পতিবার কানাইঘাটে কবর থেকে এক বৃদ্ধের লাশ উত্তোলন করা হয়েছে। জানা যায়, উপজেলার বাণীগ্রাম ইউপির বড়দেশ (অমরপুর) গ্রামের বৃদ্ধ হাজী আলী আহমদ (৭২) অসুস্থ অবস্থায় গত ১৬ এপ্রিল সিলেট ওমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে তার লাশ গ্রামের গুরুস্থানে দাফন করা হয়। হাজী আলী আহমদ শারীরিক নির্যাতনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এমন অভিযোগ এনে তার দ্বিতীয় স্ত্রী আফিয়া বেগম বাদী হয়ে স্বামীর তালাকপ্রাপ্তা প্রথম স্ত্রী ও তার ৫ ছেলে-মেয়েসহ ১১ জনের বিরুদ্ধে সিলেটের চীফ জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট ২য় আদালতে গত ১২ জুন হত্যা মামলা দায়ের করেন। অভিযোগ দায়েরের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত দরখাস্ত মামলাটি এফআইআর ভুক্ত করে আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং হাজী আলী আহমদের লাশ কবর থেকে উত্তোলন করে ময়না তদন্তের জন্য কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরীকে নির্দেশ প্রদান করেন। এরই প্রেক্ষিতে গত বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়ার উপস্থিতিতে থানা পুলিশ বৃদ্ধ আলী আহমদের গলিত লাশ কবর থেকে উত্তোলন করে ময়না তদন্তের জন্য সিলেট ওমেক হাসপাতাল মর্গে প্রেরণ করেন। লাশ উত্তোলনের সময় আশপাশ এলাকার বিপুল সংখ্যক উৎসুক জনতা সেখানে ভিড় করেন। স্থানীয় লোকজন কানাইঘাট নিউজকে জানিয়েছেন, হাজী আলী আহমদ তিনটি বিয়ে করেছিলেন, প্রত্যেক স্ত্রীর ঘরে একাধিক সন্তান রয়েছে। জমি-জমা সংক্রান্ত বিরোধ নিয়ে এ মামলার সূত্রপাত হয়েছে বলে জানান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়