Thursday, August 28

আন্দোলনের মাধ্যমে বাকশালীদের বিদায় করতে হবে : এমকে আনোয়ার


সীতাকুণ্ড (চট্টগ্রাম): একদলীয় বাকশালী স্বৈরচারী শেখ হাসিনার সরকারকে সীতাকুন্ডে মত সারাদেশে অপ্রতিরুদ্ধ আন্দোলনের মাধ্যমে ক্ষমতার মসনদ থেকে বিদায় করতে হবে। বৃহস্পতিবার বিকালে সীতাকুন্ড উপজেলা বিএনপির বিশাল কর্মীসমাবেশে প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য জননেতা এম কে আনোয়ার উপরোক্ত কথা বলেন। সীতাকুন্ড জোড়ামতল বাদশা প্যালেস কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপির আহ্বায়ক তোফাজ্জল হোসেনের সভাপত্বি অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রিয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রিয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক লায়ন আসলাম চৌধুরী এফসিএ। তিনি তার বক্তব্যে বলেন দেশনেত্রী সরকার পতনের আন্দোলনে ডাক দেওয়ার সাথে সাথে সীতাকুন্ডে জনতাকে সাথে নিয়ে অপ্রতিরুদ্ধ আন্দোলন গড়ে তুলব। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রিয় বিএনপির সদস্য মাহবুর রহমান শামীম ও প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী, মহানগর বিএনপির সহ সভাপতি আবু সুফিয়ান চট্টগ্রাম জেলা কমিটি সদস্য সচিব পৌর মেয়র কাজি আব্দুল¬াহ আল হাসান,কৃষক দল কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক এম এ হালিম ,অধ্যাপক ইউনুচ চৌধুরী,হাটহাজারী বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, সদস্য সচিব সোলেয়মানঞ্জু, মিরসরাই বিএনপির আহ্বায়ক নুরুল আমিন ,সদস্য সচিব সালাউদ্দিন চেয়ারম্যান, রাঙ্গুনিয়া বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন চৌধুরী, জাসাস কেন্দ্রিয় কমিটির ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল পাশা (বাবুল), উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুরের পরিচালনায় কমী সম্মেলনে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি কাজি মোঃ সালাউদ্দিন,চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা মোঃ মুরসালিন, এড. আবু তাহের,নুর উদ্দিন মো: জাহাঙ্গীর, পৌর কাউন্সিলর সামছুল আলম আযাদ, জামায়াত নেতা এডভোকেট হুসাইন মো: আশরাফ, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার নেলী, এড. নাছিমা আক্তার,নারগিস আক্তার, কাউন্সিলর সেলিম, ইদ্রিচ মিয়া,সরোয়ার উদ্দিন সেলিম,ফজলুল করিম চৌধুরী, আওরঙ্গজেব মোস্তফা,জাহেদুল হাসান, গোলাম সরওয়ার চৌধুরী,সোলেয়মান রাজ, শাহীন পারভেজ, শিবির নেতা আর এ শাহীন প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়