Tuesday, August 26

কানাইঘাটে দুটি ইউপি ওয়ার্ডের শূন্যপদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা

 নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট সদর ও সাতবাঁক ইউনিয়নের দুটি ওয়ার্ডের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। কানাইঘাট সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য হোসেন আহমদ এবং সাতবাঁক ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য বীরমুক্তিযোদ্ধা শরীফ উদ্দিন মারা যাওয়ায় এ দুটি ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হল। উপজেলা নির্বাচন অফিসার (অতিরিক্ত) সৈয়দ কামাল হোসেন কানাইঘাট নিউজকে জানান, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ আগষ্ট রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল শেষ দিন, ৩১ আগষ্ট মনোনয়নপত্র বাছাই, ৭ সেপ্টেম্বর প্রার্থীতা প্রত্যাহার এবং ২১ সেপ্টেম্বর এ দুটি ওয়ার্ডের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়