Sunday, June 15

বড় জয়ে শুরু কলম্বিয়ার

স্পোর্টস ডেস্ক : দুর্ভেদ্য রক্ষণ গড়ে এক দশক আগে ইউরো জিতেছিল গ্রিস। একইভাবে বিশ্বকাপেও দারুণ কিছু করে দেখাতে চেয়েছিল দলটি। কিন্তু গ্রিক রক্ষণদুর্গ ভেঙে ব্রাজিল বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করেছে কলম্বিয়া। শনিবার বেলো হরিজন্তের স্তাদিও মিনেইরাওয়ে ‘সি’ গ্রুপের ম্যাচে গ্রিকদের ৩-০ গোলে হারায় কলম্বিয়া। জয়ী দলের পক্ষে একটি করে গোল করেন পাবলো আরমেরো, তিওফিলো গুতিয়েররেস ও জেমস জেমস রদ্রিগেস। চোটের কারণে বিশ্বকাপে নেই মোনাকোর ফালকাও। তবে সেরা তারকাকে ছাড়াই প্রতিপক্ষকে আক্রমণে আক্রমণে পর্যদুস্ত করে তোলে কলম্বিয়া। জিততেও কোনো সমস্যায় হয়নি তাদের। বাছাইপর্বের ১০ ম্যাচে মাত্র চারবার নিজেদের জাল থেকে বল কুড়িয়ে আনা গ্রিস বিশ্বকাপের চূড়ান্ত পর্বে এসে পঞ্চম মিনিটেই গোল হজম করে বসে। গ্রিকদের চুপসে দিয়ে গোল করে বসেন কলম্বিয়ার ডিফেন্ডার পাবলো আরমেরো। গ্রিক রক্ষণকে ফাঁকি দিয়ে মিডফিল্ডার হুয়ান কাদরাদো দারুণ কৌশলে বল বাড়ান ডি বক্সের মাঝে ঢুঁকে পড়া আরমেরোকে। বল পেয়েই সোজাসুজি শট নেন আরমেরো। তবে ওই শটে গোল নাও হতে পারতো, কারণ গ্রিক গোলরক্ষক বলের লাইনেই ছিলেন। কিন্তু এক ডিফেন্ডারের পায়ে লেগে দিক পাল্টে বল জালে জড়িয়ে যায়। গ্রিক রক্ষণের শক্তি নিয়ে আলোচনা চলছিল অনেকদিন ধরেই। প্রথমার্ধে সেই রক্ষণভাগকে কঠিন ফেলেছিল হোসে পেকারমানের শিষ্যরা। আর সেই পরীক্ষায় উৎরাতে পারেনি ইউরোপের দলটি। ২৮তম মিনিটে ম্যাচে ফেরার একটা সুযোগ পেয়েছিল গ্রিস। কিন্তু ফরোয়ার্ড দিমিত্রিস সালপিনগিদিসের ক্রস থেকে মিডফিল্ডার পানাইওটিস কোনের শটটি ক্রসবারের উপর দিয়ে চলে যায়। প্রথমার্ধের শেষ মুহূর্তে ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটি হাতছাড়া করে গ্রিস। কিন্তু ডি বক্সের বাইরে থেকে নেয়া বোলোনিয়ার কোনের দুর্দান্ত শটটি অসাধারণ দক্ষতায় ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন ওরেস্টিস কারনেজিস। দ্বিতীয়ার্ধেও মাঠ দখলে রেখে একের পর এক আক্রমণ করতে থাকে লাতিন আমেরিকার দলটি। ব্যবধান দ্বিগুণ করতেও দেরি হয়নি তাদের। ৫৮তম মিনিটে দারুণ গোলটি করেন তিওফিলো গুতিয়েররেস। মিডফিল্ডার জেমস রদ্রিগেসের কর্নারে ডি বক্সের মাঝে ছুটন্ত অবস্থায় আলতো টোকা দিয়ে লক্ষ্যভেদ করেন ফরোয়ার্ড গুতিয়েররেস। ৬৩তম মিনিটে ব্যবধান কমানোর আরেকটি ভালো সুযোগ পায় গ্রিস। কিন্তু কোনের জোরালো শটটি ক্রসবারে লেগে ফিরে আসে। ‘ইনজুরি’ সময়ে কলম্বিয়ার জয় নিশ্চিত করা গোলটি করেন ২২ বছর বয়সী রদ্রিগেস। বিশ্বকাপে এটাই তার প্রথম গোল। আর বিশ্বকাপের মঞ্চে এটা কলম্বিয়ার সবচেয়ে বড় জয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়