Saturday, December 14

কানাইঘাটে দুর্বৃত্তদের হামলায় পৌর আ’লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক:
 কানাইঘাট পৌর আ’লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কেএইচএম আব্দুল্লাহ (৩৫) দুর্বৃত্তদের অতর্কিত হামলায় গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে মারাত্মক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হামলার ঘটনায় আহত কে.এইচ.এম আব্দুল্লাহ জামায়াত শিবিরের নেতাকর্মীদের দায়ী করেছেন। তিনি বলেন তাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে। জানা যায়, আজ শনিবার বিকেল ৫টার দিকে একটি অটোরিক্সা (সিএনজি) যোগে আ’লীগ নেতা আব্দুল্লাহ তার নিজ বাড়ী পৌরসভার দলই মাটি গ্রাম থেকে কানাইঘাট বাজারে আসার উদ্দেশ্যে বের হন। পথিমধ্যে অটোরিক্সাটির কানাইঘাট মনসুরিয়া মাদ্রাসার সামনে আসা মাত্র অটোরিক্সা থামিয়ে ২০/২৫জনের দুর্বৃত্ত চক্র দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে এ আ’লীগ নেতার উপর অতর্কিত হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন। তার মাথায় ও গাড়ে ধারালো অস্ত্রের বেশ কয়েকটি আঘাত এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। হামলাকারীরা তাকে মারধর করে ফেলে যাওয়ার পর কয়েকজন পথচারী এগিয়ে এসে আব্দুল্লাহকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হামলার খবর দ্রুত ছড়িয়ে পড়লে আ’লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সেখানে ভীড় জমান। নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। রাত ৭টার দিকে আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ডাক বাংলোয় বৈঠকে বসেছেন। এদিকে আগামীকালকের জামায়াতের সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে কানাইঘাটের চতুল বাজারে জামায়াত শিবিরের নেতাকর্মীরা বিকেল ৪টায় বাজারে মিছিল বের করার চেষ্টা করলে পাল্টা আ’লীগ মিছিলের প্রস্তুতি নিলে এ নিয়ে উভয় সংগঠনের নেতাকর্মীদের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে। আ’লীগের নেতাকর্মীরা বাজারের শহীদ মিনারের পাশে এবং জামায়াত শিবিরের নেতাকর্মীরা বাজারের লালাখাল রাস্তার মুখে সশস্ত্র অবস্থানে রয়েছে। উভয় সংগঠনের মধ্যে অপ্রীতিকর ঘটনা এড়াতে চতুল বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাজের টান টান উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়