দিনাজপুর : দিনাজপুরের ফুলবাড়ী রেলওয়ে স্টেশনে আজ মঙ্গলবার ভোরে দুটি আন্তনগর ট্রেনের মুখোমুখী সংঘর্ষে ৩৫ আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ২২ জনকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ৪ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ ভোর রাত ৩টা ৪০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। ঘটনা তদন্তে পশ্চিমাঞ্চল রেল বিভাগ ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত দল গঠন করা করেছে। আগামী ৭ দিনের মধ্যে তদন্ত জমা দেয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় ফুলবাড়ী ষ্টেশন মাষ্টার আব্দুল হামিদ, একতা এক্সপ্রেস ট্রেনের চালক ও গার্ডসহ জনকে বরখাস্ত করা হয়েছে।
দুর্ঘটনার ফলে দিনাজপুরসহ ৮ জেলার সাথে সারাদেশের রেলযোগাযোগ সকাল ১০ টা পর্যন্ত বন্ধ ছিলো। হরতালে রেলওয়েকে অচল করে দেয়ার জন্যই পরিকল্পিত এই ঘটনা বলে দাবী করেছেন স্থানীয়রা।
আজ ভোর ৩টা ৪০ মিনিটে সৈয়দপুর থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস আন্তনগর ট্রেনটি ফুলবাড়ী রেলওয়ে স্টেশনের ১ নং লাইনে দাড়িয়ে ছিলো। এসময় ঢাকা থেকে দিনাজপুরগামী একতা এক্সপ্রেস আন্তনগর ট্রেনটি একই লাইনে ঢুকে পড়লে স্টেশনের দাঁড়িয়ে থাকা সীমান্ত এক্সপ্রেস টেনটিকে সজোরো ধাক্কা দেয়। এতে দুটি ট্রেনের ৫টি বগী লাইনচ্যুত হয়। এর মধ্যে সীমান্ত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনটি দুমড়ে মুচড়ে যায়। এই দুর্ঘটনায় দুটি ট্রেনের অন্তত ৫০ জন যাত্রী আহত হয়। আহতদের মধ্যে ২২ জনকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ৪ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্টেশনের পয়েন্টম্যানের কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়রা। এছাড়াও আরো জানা যায়, হরতালের কারনে বাসসহ অন্যান্য যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এই অবস্থায় রেলকে অচল করে দেয়ার জন্য পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে বলে দাবী করেন স্থানীয়রা।
দুর্ঘটনার পরপরই ফুলবাড়ী এবং দিনাজপুর শহর থেকে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে আসে। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানান ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল।
এদিকে রেলওয়ের উর্দ্ধতন কর্মকর্তারা স্বীকার করেন যে স্টেশন মাস্টার এবং পয়েন্ট ম্যানের অবহেলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার সুষ্টূ তদন্তে ৫ সদস্য বিশিষ্ট তদন্দ দল গঠন করা হয়েছে বলে জানান রেলওয়ে বিভাগের এই কর্মকর্তা।
ঘটনার সাত ঘন্টা বন্ধ থাকার পর সকাল ১০টায় আবার বিকল্প ব্যবস্থায় ২নং লাইন দিয়ে রেলযোগাযোগ আবার চালু হয়। ---ডিনিউজ
দুর্ঘটনার ফলে দিনাজপুরসহ ৮ জেলার সাথে সারাদেশের রেলযোগাযোগ সকাল ১০ টা পর্যন্ত বন্ধ ছিলো। হরতালে রেলওয়েকে অচল করে দেয়ার জন্যই পরিকল্পিত এই ঘটনা বলে দাবী করেছেন স্থানীয়রা।
আজ ভোর ৩টা ৪০ মিনিটে সৈয়দপুর থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস আন্তনগর ট্রেনটি ফুলবাড়ী রেলওয়ে স্টেশনের ১ নং লাইনে দাড়িয়ে ছিলো। এসময় ঢাকা থেকে দিনাজপুরগামী একতা এক্সপ্রেস আন্তনগর ট্রেনটি একই লাইনে ঢুকে পড়লে স্টেশনের দাঁড়িয়ে থাকা সীমান্ত এক্সপ্রেস টেনটিকে সজোরো ধাক্কা দেয়। এতে দুটি ট্রেনের ৫টি বগী লাইনচ্যুত হয়। এর মধ্যে সীমান্ত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনটি দুমড়ে মুচড়ে যায়। এই দুর্ঘটনায় দুটি ট্রেনের অন্তত ৫০ জন যাত্রী আহত হয়। আহতদের মধ্যে ২২ জনকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ৪ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্টেশনের পয়েন্টম্যানের কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়রা। এছাড়াও আরো জানা যায়, হরতালের কারনে বাসসহ অন্যান্য যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এই অবস্থায় রেলকে অচল করে দেয়ার জন্য পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে বলে দাবী করেন স্থানীয়রা।
দুর্ঘটনার পরপরই ফুলবাড়ী এবং দিনাজপুর শহর থেকে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে আসে। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানান ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল।
এদিকে রেলওয়ের উর্দ্ধতন কর্মকর্তারা স্বীকার করেন যে স্টেশন মাস্টার এবং পয়েন্ট ম্যানের অবহেলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার সুষ্টূ তদন্তে ৫ সদস্য বিশিষ্ট তদন্দ দল গঠন করা হয়েছে বলে জানান রেলওয়ে বিভাগের এই কর্মকর্তা।
ঘটনার সাত ঘন্টা বন্ধ থাকার পর সকাল ১০টায় আবার বিকল্প ব্যবস্থায় ২নং লাইন দিয়ে রেলযোগাযোগ আবার চালু হয়। ---ডিনিউজ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়