Monday, October 7

মিশরে পুলিশের সাথে ইসলাম পন্থীদের সঙ্ঘর্ষ: নিহত ৫০

ঢাকা : মিশরে পুলিশের সাথে ইসলাম পন্থীদের সঙ্ঘর্ষে অন্ততপক্ষে ৫০ জন নিহত হয়েছে। সামরিক কর্তৃপক্ষের সমর্থকরা সেনাবাহিনীর দিবস পালন করছিল তখন এ সঙ্ঘর্ষ হয়।

মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৪৫ জন নিহত হয়েছে পুলিশের সাথে অপসারিত রাষ্ট্রপতি মুর্সির পক্ষসমর্থকদের সঙ্ঘর্ষে, আরও পাঁচজন রাজধানীর দক্ষিণাঞ্চলে। আহত হয়েছে ২৬৮ জন। মিশরের “ভাই মুসলমান” আন্দোলনের দ্বারা সমর্থিত রাষ্ট্রপতি মুহাম্মেদ মুর্সির অপসারণের তিন মাস পরে ইস্লামপন্থীরা আবার প্রতিবাদ আন্দোলন চালিয়ে কায়রোর কেন্দ্রস্থলে তখরীর স্কোয়ার দখলের চেষ্টা করেছিল। তবে রোববার নিরাপত্তা বাহিনী এ স্কোয়ার ঘিরে ফেলে, লোকেদের খানাতল্লাসী নেয়, যারা চতুর্থ আরব-ইস্রাইলী যুদ্ধ শুরু হওয়ার বার্ষিকী পালন করতে এসেছিল।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়