Saturday, October 5

রোববার থেকে শিক্ষাবোর্ডে ই-সেবা চালু হচ্ছে

ঢাকা : রোববার থেকে দেশের ১০টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডে ই-সেবা কার্যক্রম শুরু হবে। ফলে স্বল্প ব্যয়ে ও দ্রুততম সময়ে ঝামেলামুক্ত পরিবেশে নিজ প্রতিষ্ঠানে বসেই সেবা নিতে পারবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রোববার টিচার্স ট্রেনিং কলেজে সকাল ১১টায় ই-সেবা কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

মন্ত্রণালয় সূত্র আরও জানায়, ই-সেবা কার্যক্রমের আওতায় পরীক্ষার ফল, ফরম ফিলআপ, রেজিস্ট্রেশন সবই অনলাইনে করা যাবে। একই সঙ্গে দেশের শিক্ষাবোর্ডগুলো ডিজিটাল করার প্রক্রিয়া দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। সেবার পরিধি আরও বৃদ্ধির লক্ষ্যে বোর্ডগুলো দেশের প্রায় ২০ হাজার স্কুল-কলেজ-মাদরাসার সাবডোমেন তৈরি হয়েছে, যার মাধ্যমে বোর্ডের মূল ওয়েবসাইটের সাথে লিংক রেখে এপ্লিকেশনগুলো পরিচালনা করা হবে।

এই প্রক্রিয়ায় ই-এসআইএফ, ই-এফএফ, ই-আইআইএফ, ই-টিআইএফ, ই-ড্রাফট, ই-এএফ, ই-অ্যাটেনড্যান্স ইত্যাদি সেবা প্রদান করা হবে। শিক্ষা বোর্ডগুলো কাজকর্ম সবই অনলাইনে করা সম্ভব হবে। ---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়