Monday, September 23

আমেরিকার সন্ত্রাস বিরোধী যুদ্ধ: এবার কেনিয়ার পালা


ঢাকা: কথিত সন্ত্রাস বিরোধী যুদ্ধে এবার কেনিয়াকে টার্গেট করেছে আমেরিকা। মার্কিন সরকার কেনিয়াসহ আফ্রিকার আরো কিছু দেশের 'সন্ত্রাসী' অবস্থানে বোমাবর্ষণের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

২০০১ সালে যেমন নিজের হাতে গড়া আল-কায়েদাকে নির্মূলের উদ্দেশ্যে আফগানিস্তানে হামলা চালিয়েছিল আমেরিকা এবার তেমনি দমন করা প্রয়োজন হয়ে পড়েছে নিজের হাতে তৈরি আশ-শাবাব গোষ্ঠীকে। এজন্যই সাজানো হয়েছে নাইরোবির শপিং মলে সন্ত্রাসী হামলার নাটক। নিজ স্বার্থ উদ্ধারে কিছু পশ্চিমা নাগরিকের প্রাণ কেড়ে নিতেও কুণ্ঠিত হয়নি সাম্রাজ্যবাদী আমেরিকা।

কেনিয়ার রাজধানী নাইরোবির অভিজাত এলাকার একটি শপিং মলে আশ-শাবাব গোষ্ঠীর সশস্ত্র ব্যক্তিদের হামলা ও পণবন্দী নাটক সোমবার তৃতীয় দিনে পড়েছে। কিন্তু বিশ্লেষকরা মনে করছেন, আমেরিকা ও ইসরাইলের গোয়েন্দা সংস্থাগুলোর সহযোগিতা ছাড়া কড়া নিরাপত্তাবেষ্টিত ওই শপিং মলে এতবড় অভিযান চালানো কোন সন্ত্রাসী গোষ্ঠীর পক্ষে সম্ভব নয়।

ইহুদিবাদী ইসরাইল আবার নিজের ধরা পড়ে যাওয়ার ভয়ে ওই সন্ত্রাসীদের দমনের নামে এরইমধ্যে সেনা পাঠিয়ে দিয়েছে নাইরোবিতে। আর আমেরিকার সেনাবাহিনীর সাবেক উপ প্রধান জেনারেল পিটার চিয়ারেল্লি বলেছেন, নাইরোবির শপিং মলে রোববারের সন্ত্রাসী হামলায় জড়িত সন্ত্রাসীদের টার্গেট করে হামলা চালানোর পরিকল্পনা করেছে ওয়াশিংটন।

 রোববার মার্কিন নিউজ চ্যানেল এবিসি’কে দেয়া সাক্ষাতকারে আমেরিকার সাবেক এ চার তারকা জেনারেল বলেন, সম্ভাব্য হামলার লক্ষ্যস্থলগুলো এমনভাবে ঠিক করা হচ্ছে যাতে হামলার সময় কোন ভুল না হয়। “(নাইরোবির) এই হামলায় ঠিক কারা জড়িত ছিল এবং ভবিষ্যতে তারা কী প্রক্রিয়ায় হামলা চালাতে পারে তা বিবেচনায় নিয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছে।” এ কাজে সম্ভাব্য সবরকম ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জেনারেল চিয়ারেল্লি উল্লেখ করেন।

তবে কী প্রক্রিয়ায় হামলা চালানো হবে সে বিষয়ে তিনি কিছু জানাতে অস্বীকার করেন। এ ছাড়া, সম্ভাব্য হামলায় আমেরিকার পশ্চিমা মিত্র দেশগুলিও অংশগ্রহণ করবে কি-না তাও তিনি জানাননি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়