Sunday, August 18

কেন্দুয়ায় অধ্যাপক যতীন সরকারের জন্মদিনে আলোচনা সভা

কেন্দুয়া(নেত্রকোনা): ভাষা বিজ্ঞানী প্রাবন্ধিক কেন্দুয়ার কৃতি সন্তান অধ্যাপক যতীন সরকারের ৭৮তম জন্মদিন রোববার বিকেলে উদযাপন করা হয়েছে। আমাদের কেন্দুয়া পত্রিকার আয়োজনে কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবে অনুষ্ঠিত জন্মদিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দুয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রণেন সরকার। তিনি বলেন, যতীন সরকার একজন পোড়খাওয়া অসাম্প্রদায়িক প্রগতিশীল মুক্ত চিন্তার মানুষ। তাঁর লেখনীর মাধ্যমে মননশীল সাহিত্যকর্মকে জনপ্রিয় করে তুলেছেন তিনি। তাঁর তুলনা তিনি নিজেই। রিপোর্টার্স ক্লাবের সভাপতি মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে ও আমাদের কেন্দুয়া পত্রিকার সম্পাদক জিয়াউর রহমান জীবনের পরিচালনায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক সমরেন্দ্র বিশ্ব শর্মা তার বক্তব্যে রত্মগর্ভা কেন্দুয়াকে বাংলাদেশের বাতিঘর উল্লেখ করে বলেন, যতীন সরকারসহ সব গুণীজনের ইতিহাস আমাদের কেন্দুয়া পত্রিকার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহবান জানান। সভায় আরো বক্তব্য রাখেন, সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুখলেছুর রহমান বাঙ্গালী, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাকির আলম, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল কবীর পল্টু, নাট্যকার সাংবাদিক রাখাল বিশ্বাস, রূপালী লাইফ ইনসিওরেন্স কর্মকর্তা মহিউদ্দিন সরকার, কবি খালেদ এহতেশাম, গীতিকার কবি আবুল হাসেম বয়াতী ও অগ্রপথিক সংগঠনের সদস্য নাদিম উল্লাহ। উল্লেখ, যতীন সরকার ১৯৩৬ সালের ১৮ আগস্ট কেন্দুয়া উপজেলার চন্দপাড়া গ্রামে জন্ম গ্রহন করেন।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়