Saturday, May 4

ইংল্যান্ডের মাঠে বাংলাদেশ ফুটবল খেলবে

ঢাকা: সাফ চ্যাম্পিয়নশিপ সেপ্টেম্বরে নেপালে অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে চারটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের ঘোষণা দিয়েছিল বাফুফের জাতীয় দল নির্বাচন কমিটি। চারটির মধ্যে ভারত ও পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

জুনে অনুষ্ঠেয় ম্যাচ দুটি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যাম এফসির মাঠ ক্রাভেন কটেজে হবে। শুক্রবার গোলনেপাল ডটকম জানিয়েছে, ক্রাভেন কটেজে তিনটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ হবে বলে নিশ্চিত করেছে ফুলহ্যাম এফসি। ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার প্রীতি ম্যাচের সময়সূচীও জানিয়েছে তারা। জুনের প্রথম সপ্তাহেই ম্যাচগুলো হবে।

ফুলহ্যাম জানিয়েছে, ১ জুন শনিবার স্থানীয় সময় বিকেল তিনটায় বাংলাদেশ ও ভারত মুখোমুখি হবে। দ্বিতীয় ম্যাচে ৪ জুন মঙ্গলবার মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ম্যাচটি হবে স্থানীয় সময় রাত আটটায়। তৃতীয় ম্যাচটি হবে ৮ জুন শনিবার। ওইদিন সন্ধ্যা ছয়টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। ম্যাচগুলোর টিকিটের মূল্যও জানিয়ে দিয়েছে এফসি ফুলহ্যাম। ম্যাচগুলোতে বড়দের জন্য টিকিটের মূল্য ১৫ পাউন্ড থেকে তদুর্ধ্ব। অন্যদিকে অনূর্ধ্ব-১৬ বয়সের জন্য টিকিটের দাম শুরু হবে ১০ পাউন্ড থেকে।(ডিফারেন্ট নিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়