Saturday, March 2

গাছবাড়ী বাজারে দু’দিনে আ'লীগ সমর্থকদের ২০টি ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর

নিজস্ব প্রতিবেদক:
মানবতা বিরোধী অপরাধের দায়ে আর্ন্তজাতিক ট্রাইবুন্যাল কর্তৃক জামায়াত নেতা মাওঃ দেলোওয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর থেকে কানাইঘাটের গাছবাড়ী বাজার ও সড়কের বাজার এলাকায় জামায়াত শিবির ব্যাপক ভাংচুর করে । আইনশৃঙ্খলা রক্ষার জন্য নাশকতামূলক কর্মকান্ড এড়াতে গত শুক্রবার রাত থেকে পুলিশের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি জওয়ানদের টহল দিতে দেখা গেছে। গত বৃহস্পতিবার ও শুক্রবার গাছবাড়ী বাজারে জামায়াত শিবিরের বিক্ষুব্ধ নেতাকর্মীদের হাতে আ’লীগ সমর্থিত নেতাকর্মীদের অন্তত ২০টি ব্যবসা প্রতিষ্ঠান ও পূবালী ব্যাংক এবং গাড়ী ভাংচুর, পুলিশের উপর হামলার ঘটনার সাথে জড়িত থাকার দায়ে গত দুদিনে রাত ব্যাপী পুলিশ গাছবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ১২ জামায়াত শিবির নেতাকর্মীকে গ্রেফতার করেছে। সাঈদীর রায় ঘোষণার পর থেকে  গাছবাড়ী ও সড়কের বাজার এলাকায় জামায়াত শিবিরের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে রায় প্রত্যাখান করে অবস্থান নিয়েছে। এর জের ধরে গত বৃহস্পতিবার জামায়াত শিবিরের নেতাকর্মীরা গাছবাড়ী বাজারে আ’লীগ সমর্থক ব্যক্তিদের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর করে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় আ’লীগের নেতাকর্মীরা শুক্রবার গাছবাড়ী বাজারে মিছিল করবে বলে মর্ডান একাডেমী মুড়ে অবস্থান নেয়। অপরদিকে জামায়াত শিবিরের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে বাজারের বিভিন্ন স্থানে অবস্থান নিলে সংঘর্ষ এড়াতে গাছবাড়ী বাজার ও আশ পাশ এলাকায় বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়। এক পর্যায়ে রাত সাড়ে ৭টার দিকে জামায়াত শিবিরের কয়েকশত নেতাকর্মী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাজারের বিভিন্ন গলি থেকে বের হয়ে জঙ্গি মিছিল বের করে আ’লীগ সমর্থকদের অন্তত ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান ব্যাপক ভাংচুর করে।   এসময় বাজারের ব্যবসায়ীরা দোকান-পাট বন্ধ করে নিরাপদে চলে যান। বর্তমানে গাছবাড়ী বাজার ও আশপাশ এলাকা ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে। বাজারের অসংখ্য দোকান-পাট বন্ধ রয়েছে। স্থানীয় আ’লীগের কয়েকজন নেতাকর্মী জানান, গাছবাড়ী এলাকায় জামায়াত অধ্যুষিত এলাকা হওয়ায় সাঈদীর রায় ঘোষণার পর থেকে জামায়াত শিবিরে নেতাকমীদের মারমুখী আচরণ ও তান্ডবের কারনে তারা ঘর থেকে বেরুতে পারছেন না প্রাণের ভয়ে। নির্বিচারে জামায়াত শিবিরের নেতাকর্মীরা গাছবাড়ী বাজারে তাদের সমর্থিত নেতাকর্মীদের দোকান-পাট ভাংচুর এবং অনেক আ’লীগ সমর্থককে মারধর করেছে। অপরদিকে জামায়াতের নেতাকর্মীরা জানিয়েছেন সাঈদীকে মিথ্যা অভিযোগে ফাঁসির রায় দেওয়া হয়েছে। তাকে মুক্তি না দিলে ঘরে ফিরে যাবে না তারা। এব্যাপারে থানার অফিসার ইনচার্জ আব্দুল হাইর সাথে যোগাযোগ করা হলে তিনি কানাইঘাট নিউজকে জানান, গাছবাড়ী বাজারের ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর, পুলিশের উপর হামলা, গাড়ী ভাংচুর এলাকায় ত্রাস সৃষ্টি করার অপরাধে জামায়াত শিবিরের চিহ্নিত ক্যাডারদের বিরুদ্ধে গত দু’দিনে মামলা দায়ের করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ রয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, কাল থেকে টানা ৩ দিনের হরতালে সহিংসতা ও নাশকতামূলক কর্মকান্ড এড়াতে পুলিশী টহল অব্যাহত রয়েছে।




শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়