Friday, March 29

:: নতুন ইতিহাস গরল টাইগারা ::

শ্রীলঙ্কার মাটিতে লঙ্কার দলের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে জয়। সেই সঙ্গে প্রথমবার ওয়ানডে সিরিজ ড্র। টেস্টের পর ওয়ানডে সিরিজেও নতুন ইতিহাস। যদিও টেস্টে সিরিজও ড্র করার সুযোগ এসেছিল কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। আর গতকাল বৃষ্টি বিঘি�ত ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়ে নতুন ইতিহাসের রচনা করে বাংলাদেশ। এই নিয়ে ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয়ের সংখ্যা ৩৩ ম্যাচে ৪টি। আর পঞ্চম দ্বি-পাক্ষিক সিরিজের প্রাপ্তি ড্র। ক্যান্ডির বৃষ্টি বাংলাদেশের জন্য বয়ে এনেছিল সৌভ্যগ্য। ৩০৩ রানের টর্গেট তাড়া করতে নেমে ভালই এগিয়ে যেতে থাকে বাংলাদেশ। ৭৭ রানে এক উইকেট পতনের পর বাগড়া বাঁধে বৃষ্টি। ১৩.৪ ওভারের দলীয় ৭৮ রানের সময় পাহাড়ি মেঘ বৃষ্টি হয়ে ঝড়তে শুরু করে পাল্লেকেলে স্টেডিয়ামে। আর সেই বৃষ্টি মুশফিকদের জন্য আর্শীবাদের বার্তা নিয়ে আসবে তা কারও জান ছিলনা। প্রায় তিনঘন্ট খেলা বন্ধ থাকার পর বৃষ্টি আইনে বাংলাদেশের সামনে নতুন টার্গেট। ২৭ ওভারে করতে হবে ১৮৩ রান। আর সেই টার্গেট তাড়া করে শেষ পর্যন্ত ৭ বলে দরকার জয়ের জন্য প্রয়োজন ছিল ৩ রান। সোহাগ গাজীর সটে উড়ে গেল সব শংকা। এলো শ্রীলংকার মাটিতে বাংলাদেশের প্রথম ওয়ানডে জয়।

৩০৩ রানের চ্যালেঞ্জ নেয়ার মানসিকতা বুকে নিয়ে বিজয়ের সঙ্গে আশরাফুল ওপেন করতে নেমেছিলেন। মালিঙ্গা-কুলাসেকেরাদের জবাবটা ভালোই দিচ্ছিলো দু ওপেনারের ব্যাট। আশরাফুলের আউটের পর তখন চ্যালেঞ্জটা কঠিন মনে হচ্ছিল। আর সেই সময়র বৃষ্টিতে শুরু হয়ে প্রায় তিন ঘণ্টা খেলা বন্ধ হয়ে থাকে। ৭৮ রানে ১ উইকেট হারিয়ে সাজঘরে বাসে বাসে বৃষ্টি দেখে দুই দল। আর বৃষ্টি শেষ হলে আবার মাঠে যখন বল গড়ালো তখন জিততে ৩০৩ নয় বৃষ্টি আইনে লক্ষ্য তখন ২৭ ওভারে ১৮৩। যার মানে বাংলাদেশের দরকার ৮০ বলে ১০৫। হাতে উইকেট রয়েছে ৯টি। লঙ্কান বোলারদের চেয়েও চ্যালেঞ্জটা ছিলো নিজেদের সাথে। মানসিক চাপে ভেঙে পড়বে না তো বাংলাদেশ? দলীয় ৯৭ রানে বিজয় ৪০ এ ফিরে যাবার পর বলের সাথে রানের দূরত্ব বেশি না হলেও জহুরুল,মুশফিক,মাহামুদ্দুলাদের আউট ভয় ধরিয়ে দিয়েছিলো। আর সে ভয় আরো বেড়ে যায় জিয়া যখন আবারও শূন্য রান করে আউট হয়। কিন্তু রংপুরের ছেলে নাসিরের ব্যাট তখনও ভররসা হয়ে রাইলো বাংলাদেশের ভাগ্য ললাটে। শেষ পর্যন্ত তিনি ২৭ বলে তার অপরাজিত ৩৩ রানে করে দলের জন্য ইতিহাসে মোড়ানো জয় উপহার দেন।(ফেয়ার নিউজ)








শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়