Sunday, March 10

:: আশরাফুল-মুশফিকের শতকে ভালো অবস্থায় বাংলাদেশ ::

আশরাফুল আর মুশফিকের দারুণ ব্যাটিংয়ে সমানতালে লড়ে যাচ্ছে বাংলাদেশ। গলে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে বাংলাদেশ ৪ উইকেটে ৪৩৮ রান করেছে। ৫৭০ রানে ইনিংস ঘোষণা করা শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশ এখন ১৩২ রানে পিছিয়ে। বাংলাদেশের পক্ষে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ১৮৯ ও বর্তমান অধিনায়ক মুশফিকুর রহীম ১৫২ রানে অপরাজিত আছেন। দু'জনের ক্যারিয়ারেই এটি সেরা স্কোর। আশরাফুলের আগের সেরা ছিল ভারতের বিরুদ্ধে ১৫৮ রান। আর মুশফিকে সেরা ছিল ১০১। মুশফিক প্রথম শ্রেণীর ক্রিকেটও কখনও ১৫০ করতে পারেন নি। বাংলাদেশকে ভালো অবস্থানে নিয়ে যাওয়ার পথে দলের পক্ষে সর্বোচ্চ রানের জুটি গড়েছেন আশরাফুল-মুশফিক। ২০১০ সালে ভারতের বিপক্ষে দ্বিতীয় উইকেটে ২০০ রানের জুটি গড়েছিলেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। এর আগে ২০০৭ সালে কলম্বো টেস্টে ষষ্ঠ উইকেটে ১৯১ রানের জুটি গড়েছিলেন আশরাফুল-মুশফিক। যা ছিল শ্রীলঙ্কার বিপক্ষে অতিথিদের সর্বোচ্চ। ২০১১ সালের ডিসেম্বরে ঢাকায় পাকিস্তানের বিপক্ষে পঞ্চম উইকেটে ১৮০ রানের জুটি গড়েছিলেন সাকিব আল হাসান ও শাহরিয়ার নাফীস।



গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২ উইকেটে ১৩৫ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। আগের দিনের ৭০ রানের অবিচ্ছিন্ন জুটিকে ১০৫ পর‌্যন্ত নিয়ে যাওয়ার পর বিচ্ছিন্ন হন আশরাফুল-মমিনুল হক। দিনের শুরুতে আশরাফুল বেশ সতর্ক থাকলেও মমিনুল ছিলেন সাবলীল। নিজের প্রথম টেস্ট ইনিংসকে অর্ধশতকে পরিণত করার পর নুয়ান কুলাসেকারার বলে স্লিপে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসের ক্যাচে পরিণত হন মমিনুল (৫৫)। তার বিদয়ের পর বাজে শট খেলে সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের বিদায় দলকে বেশ অস্বস্তিতে ফেলে দেয়। ১৭৭ রানে চার ব্যাটসম্যানের বিদায়ে স্বাগতিকদের মনে আশা জেগে উঠলেও আশরাফুল-মুশফিকের দৃঢ়তায় দিন শেষে ভালো অবস্থানেই বাংলাদেশ। আশরাফুল শতরানে পৌঁছান ১৮১ বল খেলে। তিনি হাঁকেন ১০টি চার ও একটি ছয়ের মার। এটি তাঁর ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি। মুশফিকুর শতরানে পৌঁছান ১৬২ বলে। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরির পথে ১২টি চার হাঁকান তিনি। প্রথমে ব্যাট করা শ্রীলঙ্কার তিনজন ব্যাটসম্যান সেঞ্চুরি করেন। দলীয় সর্বোচ্চ ১৫৫ রান করে অপরাজিত থাকেন লাহিরু থিরিমান্নে। দীনেশ চান্দিমাল অপরাজিত থাকেন ব্যক্তিগত ১১৬ রানে। এ ছাড়া কুমার সাঙ্গাকারা ১৪২ রান করেন।



স্কোর কার্ড : (দ্বিতীয় দিন শেষে)

শ্রীলংকা প্রথম ইনিংস : ৫৭০/৪, ১৩৫ ওভার (লাহিরু থিরিমান্নে ১৫৫*, কুমার সাঙ্গাকারা ১৪২, দীনেশ চান্ডিমাল ১১৬*, সোহাগ গাজী ৩/১৬৪)।

বাংলাদেশ প্রথম ইনিংস :

জহিরুল ইসলাম ক চান্ডিমাল ব এরাঙ্গা ২০

আনামূল হক ব অজান্থা মেন্ডিস ১৩

মোহাম্মদ আশরাফুল অপরাজিত ১৮৯

মমিনুল হক ক ম্যাথুস ব কুলাসেকারা ৫৫

মাহমুদুল্লাহ রিয়াদ স্টাপড ব চান্ডিমাল ব হেরাথ ০

মুশফিকুর রহিম অপরাজিত ১৫২

অতিরিক্ত (বা-২, লে বা-১, নো-৬) ৯

মোট (৪ উইকেট, ১৩৬ ওভার) ৪৩৮

উইকেট পতন : ১/২৩ (জহিরুল ইসলাম), ২/৬৫ (আনামূল), ৩/১৭০ (মমিনুল হক), ৪/১৭৭ (মাহমুদুল্লাহ)।

বোলিং : নুয়ান কুলাসেকেরা ২১-৩-৭৬-১, শামিন্দা এরাঙ্গা ২২-৩-৮০-১, রঙ্গনা হেরাথ ৪২-৯-১০৩-১, অজান্থা মেন্ডিস ২৩-২-৯২-১, অ্যাঞ্জেলো ম্যাথুস ৬-১-১৬-০, তিলকরতে� দিলশান ২০-৩-৫৫-০, লাহিরু থিরিমান্নে ২-০-১৩-০।
(ফেয়ার নিউজ)



শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়