Saturday, March 2

:: গাছবাড়ী বাজারে জামায়াতের তান্ডব ::



নিজস্ব প্রতিবেদক:
জামায়াতের নায়েবে আমীর মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়কে কেন্দ্র করে কানাইঘাট গাছবাড়ী বাজারে জামায়াত শিবিরের কর্মীরা গাড়ী, ব্যাংক ও ২০/২৫টি দোকানে অগ্নিসংযোগ,ভাংচুর করে তান্ডবলীলায় মেতে উঠে। জানা যায়, আজ শুক্রবার বাদ মাগরিব গাছবাড়ী বাজারে আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সাঈদীর ফাঁসির রায়কে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও গত বৃহস্পতিবারের জামায়াতের ডাকা হরতালে গাছবাড়ী বাজারে ব্যাপক ভাংচুরের ঘটনায় প্রতিবাদ করবে এ মর্মে খবর পেয়ে জামায়াত শিবিরের ৭/৮ শ নেতাকর্মী সন্ধ্যা সাড়ে ৭টায় গাছবাড়ী বাজারে অবস্থান নেয়। হঠাৎ করে পুলিশের বাশির হুইসেল এর শব্দ শুনে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা রামদা, হকিষ্টিক, লাঠিসোটা নিয়ে মিছিল সহকারে বাজারে প্রবেশ করলে আতংক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে নিরাপদ আশ্রয়ে চলে যায়। বাজারে আগত লোকজন দিগবিদিক দৌড়াদৌড়ি শুরু করে। মূহুর্তেই বাজার ফাঁকা হয়ে যায়। এ সময় জামায়াত শিবিরের নেতাকর্মীরা আ’লীগ সমর্থিত ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে ভাঙ্গচুর ও অগ্নিসংযোগে মেতে উঠে। পূবালী ব্যাংক ও অলিম্পিক কোম্পানীর একটি মালবাহী গাড়ীতে হামলা চালায়। খবর পেয়ে কানাইঘাট থানার ওসির নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ রিপোর্ট লেখা পর্যন্ত গাছবাড়ী এলাকায় থমথমে উত্তেজনায় বিরাজ করছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়