Friday, March 1

:: কানাইঘাটে দোকান-পাট,গাড়ী ভাংচুর::

নিজস্ব প্রতিবেদক:
 যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচারক কর্তৃক জামায়াত নেতা মাওঃ দেলোওয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর দেশব্যাপী জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল কানাইঘাটে উত্তেজনায় রূপ নেয়। সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পরই বেলা দেড়টায় জামায়াত শিবিরের সশস্ত্র নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে মিছিল বের করে গাছবাড়ী বাজারে অবস্থিত আ’লীগ নেতা ডাক্তার রঞ্জিত কুমার রায়ের রূপালী হোমিও ফার্মেসী, আব্দুল মালিকের স্পোর্টসের দোকান ও এখলাছুর রহমানের রড, সিমিন্টের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ গাছবাড়ী বাজারে অবস্থান নিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষের আশংঙ্কায় গাছবাড়ী বাজারের অধিকাংশ দোকান পাট বন্ধ রয়েছে। লোকজনদের মধ্যে আতংক বিরাজ করছে। এছাড়া জামায়াত শিবিরের নেতাকর্মীরা সড়কের বাজারের অদূরে সিলেট-জকিগঞ্জ সড়কে সকালে অবরোধ করে একটি অটোরিক্সা ভাংচুর করে। রায় ঘোষণার পরই কানাইঘাট-গাজী বুরহান উদ্দিন সড়কের মনসুরিয়া পয়েন্টে জামায়াত শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মীরা মারমুখী অবস্থান গ্রহণ করেছে। ঐ এলাকাসহ পৌর শহরের গুরুত্বপূর্র্ণ স্থানে বিপুল সংখ্যক পুলিশকে যানবাহন করে টহল দিতে দেখা গেছে। জামায়াত শিবিরের নেতাকর্মীরা যে কোন সময় পৌর শহরে মিছিল করতে পারে, এ নিয়ে পুলিশ সতর্ক রয়েছে। অন্যদিকে সাঈদীর ফাঁসির রায় ঘোষণায় আ’লীগ সহযোগী সংগঠন ও মুক্তিযোদ্ধের স্ব-পক্ষের লোকজনদের মধ্যে আনন্দ উল্লাশ করতে দেখা গেছে। তবে  হরতালকে কেন্দ্র করে ও সাঈদীর রায় নিয়ে সাধারণ মানুষদের মধ্যে আতংঙ্ক পরিলক্ষিত হয়। সংঘর্ষের আশংকায় অনেকে ভয়ে রাস্তায়  বের হননি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়