আর্সেনিকোসিস রোগ নির্ণয় ও ব্যবস্থাপনার উপর সোমবার কানাইঘাটে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.সোহরাব হোসেন। স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় ও আর্সেনিক রোগের লক্ষণ এবং এ রোগ প্রতিরোধে আমাদের করণীয় এর অপর উপস্থাপনা করেন ডাঃ জয়ন্ত কুমার দাস। উপস্থিত ছিলেন কানাইঘাট পৌরসভার মেয়র লুৎফুর রহমান,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ডাঃ আবুল হারিছ,ইউপি চেয়ারম্যান ফারুক চৌধুরী, কর্মশালার রিসোর্স পার্সনের ডাকঃ অসীম। বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের রফিক আহমদ, পৌর আ’লীগের আহবায়ক জামাল উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, রাজিমা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন আহমদ। কর্মশালায় সরকারী কর্মকর্তা জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কর্মশালায় জানানো হয় এ পর্যন্ত কানাইঘাটে ১১জন আর্সেনিকোসিসে রোগীর সন্ধান পাওয়া গেছে। যথারীতি তাদের চিকিৎসাও চলছে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়