Wednesday, January 16

!! চাকুরী জাতীয়করনের দাবীতে কানাইঘাটের ২০টি স্কুলে তালা ঝুলছে !!

নিজস্ব প্রতিবেদক:
বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের চাকুরী জাতীয় করনের দাবীতে বৃহত্তর জৈন্তিয়া কেন্দ্রীয় শিক্ষক পরিষদের ডাকে গত ১৪ জানুয়ারী থেকে কানাইঘাট উপজেলার ২০ টি মাধ্যমিক স্কুলে অবিরাম কর্মবিরতি চলছে। শিক্ষকরা ক্লাস বর্জন সহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ করে দেওয়ায় সার্বিক শিক্ষা কার্যক্রম অচল হয়ে পড়েছে। সরেজমিনে ঘুরে দেখা যায়, স্কুল গুলোর শ্রেণিকে থালা ঝুলে থাকায় শিক্ষার্থীরা এসে বাড়ীতে ফিরে যাচ্ছেন। বৃহত্তর জৈন্তিয়া কেন্দ্রীয় শিক্ষক পরিষদের আহবায়ক ও কানাইঘাট রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন আহমদ কানাইঘাট নিউজকে জানান, বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের চাকুরী জাতীয় করণের দাবীতে সারাদেশের দীর্ঘদিন ধরে শিক্ষকরা বিভিন্ন প্লাটফর্মে আন্দোলন করে আসছেন। কিন্তু সরকার তাদের ন্যায় সংঘত দাবী মেনে না নেওয়ায় তারা বাধ্য হয়ে এ কর্মসূচী দিয়েছেন। দাবী না মানা হলে অবিরাম কর্মবিরতি চলবে। কর্মসূচীর মধ্যে রয়েছে আগামীকাল শিক্ষক পরিষদের উদ্যোগে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি পেশ ও মিছিল ২০জানুয়ারী গোয়াইনঘাট এবং ২২ জানুয়ারী কানাইঘাটে অনুরূপ কর্মসূচী পালিত হবে। এ শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ এম.পি.ও ভুক্তির দাবীতে ঢাকায় অবস্থানরত শিক্ষকদের উপর পুলিশী নির্যাতনের তীব্র নিন্দা জানান। অপরদিকে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে শিক্ষানীতি ২০১০ দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণসহ ১৭ দফা দাবী বাস্তবায়নে বাংলাদেশ শিক্ষক কর্মচারীর ঐক্যজোটের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গত ১২জানুয়ারী থেকে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ডাকে কানাইঘাট ডিগ্রি কলেজ, গাছবাড়ী আইডিয়াল কলেজের শিক্ষক ও কর্মচারীরা কাস বর্জনসহ সকল একাডেমিক কার্যক্রম থেকে বিরত রয়েছেন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়