Sunday, December 30

!! রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ফাটলের সৃষ্টি !!

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই বিভিন্ন স্থানে ফাঁটলের সৃষ্টি হয়েছে। এতে কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন ওঠেছে। স্কুল কর্তৃপক্ষ কাজের অনিয়ম ও ভবন ফাঁটলের অভিযোগ এনে সিলেট শিক্ষা প্রকৌশল বিভাগে একটি অভিযোগ দায়ের করেছে। জানা যায়, চলতি ২০১১-১২ অর্থ বছরে কানাইঘাট রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের দু’তলার ৪টি ও নিচ তলার ১টি করে কাজের দরপত্রের আহবান করা হলে কাজটি পায় পিনু এন্ড কানু ট্রেডার্স। এতে বরাদ্দ হয় ৫৭ লক্ষ ৫৯ হাজার ২শত ৪৪ টাকা ৭৫ পয়সা। নির্মাণকাজের শুরু থেকেই ঠিকাদারী প্রতিষ্ঠান প্রয়োজনীয় সিমেন্ট ও অন্যান্য মালামাল যথাযথ ভাবে ব্যবহার না করে দুর্নীতির আশ্রয় নেয়। এতে স্কুল কর্তৃপক্ষ নিম্নমানের কাজের অভিযোগ এনে ঠিকাদার আব্দুল কাইয়ুম ও কর্তব্যরত উপসহকারী প্রকৌশলী সামাদ মিয়াকে আপত্তি জানালেও তাতে তারা কর্ণপাত করেননি। ক্ষমতার দাপট দেখিয়ে ঠিকাদার আব্দুল কাইয়ুম নিজের ইচ্ছামতো কাজ করতে থাকেন। নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই সম্পূর্ণ ভবনের বিভিন্ন স্থানে ফাঁটলের সৃষ্টি হলে শিক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতংক দেখা দেয়। বিষয়টি স্কুলের প্রধান শিক্ষক মামুন আহমদ সিলেট জোনের শিক্ষা প্রকৌশল বিভাগে লিখিত ভাবে একটি অভিযোগ দায়ের করলে গত শুক্রবার সিলেট জেলা প্রকৌশলী আব্দুল হাকিম সরজমিনে পরিদর্শন করেন। তিনি নিম্নমানের কাজের অভিযোগের সত্যতা পান। স্কুলের প্রধান শিক্ষক মামুন আহমদ বলেন, কাজের সিডিউল অনুযায়ী নির্মাণ কাজ না করায় ভবনে ফাটল দেখা দিয়েছে এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত ভাবে অবহিত করা হয়েছে। কাজের শুরুতেই কর্তব্যরত উপ-সহকারী প্রকৌশলী সামাদ মিয়া ও ঠিকাদার আব্দুল কাইয়ুমকে বার বার কাজের গুণগত মান নিয়ে আপত্তি জানালে উপ-সহকারী প্রকৌশলী সামাদ মিয়া নিজের নিরাপত্তার কারণ দেখিয়ে অক্ষমতা প্রকাশ করেন এবং তিনি বলেন, কাজের সম্পূর্ণ বিষয়টি নিয়ে ঠিকাদার আব্দুল কাইয়ুমের সাথে কথা বলার জন্য। ঠিকাদার আব্দুল কাইয়ুমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কাজের সিডিউল অনুযায়ী তিনি নির্মাণ কাজ করেছেন। এমতাবস্থায় অভিভাবক ও এলাকার সচেতন মহল ঝুঁকিপূর্ণ ভবন নিয়ে আশংকা প্রকাশ করে বলেন, অনতিবিলম্বে সঠিক তদারকী ও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে একাডেমিক ভবনটি ব্যবহারের উপযোগী করা না হলে চট্টগ্রামের মতো বড়ধরণের দুর্ঘটনা ঘটতে পারে।




শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়