Friday, November 9

দু’বছর ধরে কমিটিবিহীন কানাইঘাট উপজেলা পৌর ও ডিগ্রি কলেজ ছাত্রদল

কাওছার আহমদ:
 দীর্ঘ  দুই বছর ধরে জাতীয়তাবাদী ছাত্রদলের কানাইঘাট উপজেলা, পৌর ও ডিগ্রি কলেজ শাখা কমিটিবিহীন। এ অবস্থায় কানাইঘাটে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা। নতুন নতুন গ্র“প উপগ্র“পের জন্ম হওয়ায় বাড়ছে হানাহানি ও প্রতিহিংসা পরাণয়নতা। বিরোধী দলের আন্দোলন সংগ্রামে ছাত্রদল নিয়ামক শক্তি হিসাবে অতীতে কাজ করলেও বর্তমান অবস্থা একেবারেই শোচনীয়। কমিটিবিহীন উপজেলা, পৌর ও ডিগ্রি কলেজ ছাত্রদলের ৬-৭টি উপগ্র“প রয়েছে। কমিটি না থাকায় কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে ও কারও মাথাব্যাথা নেই। দীর্ঘ প্রায় দেড় বছর ধরে নতুন কমিটির জন্য অপো করতে করতে পদ প্রত্যাশীরা এখন হতাশ। দলীয় সূত্রে জানা যায়, ২০০৪ সালে কানাইঘাট উপজেলা ছাত্রদলের কমিটি গঠিত হয়। এর একমাসের মধ্যেই ডিগ্রি কলেজ ও পৌর ছাত্রদলের কমিটি গঠন সম্পন্ন হয়। ছাত্রদলের গঠনতন্ত্র অনুযায়ী কমিটির মেয়াদ দু’বছর হলেও মেয়াদোত্তীর্ণের ৬ বছর অতিবাহিত হলেও নতুন কমিটি গঠন না হওয়ায় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি সিলেট জেলা ও নগর ছাত্রদলের কমিটি ২০১০ সালের ২৭ আগষ্ট বাতিল করলে কেন্দ্রের নির্দেশ মোতাবেক উপজেলা, পৌর ও ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত হয়। কিন্তু অদ্যাবধি জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি আলোর মুখ না দেখায় কানাইঘাট উপজেলা, পৌর ও ডিগ্রি কলেজ শাখার নতুন কমিটি আসছে না। উপজেলা কমিটি গঠনের ব্যাপারে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল করিম শাহীন নেতাকর্মীদের হতাশ হওয়ার কথা স্বীকার করে সমকালকে বলেন, কেন্দ্রে জেলা কমিটি গঠনের জন্য কয়েকদফা বৈঠক হয়েছে। আশা করি কিছু দিনের মধ্যেই কমিটি ঘোষণা করা হবে। এরপরই উপজেলা ছাত্রদলের কমিটি গঠিত হবে। পৌর ছাত্রদল সভাপতি রুহুল আমিন জানান, দীর্ঘদিন ধরে ছাত্রদলের কমিটি গঠন না হওয়ায় কানাইঘাটের প্রত্যেকটি ইউনিটে ছাত্রদলের কার্যক্রম নিষ্ক্রীয় হয়ে গেছে। তবে ভেঙ্গে পড়ার কিছু নেই। এ ব্যাপারে উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম বলেন, বর্তমান সৈরাচারী ও বাকশালী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম নিয়েই এখন ব্যস্ত থাকতে হচ্ছে। নতুন কমিটি আসতে দেরী হওয়াতে কর্মীদের হতাশা প্রসঙ্গে তিনি বলেন, রাজপথে লড়াকু সৈনিকদের হতাশ হওয়ার কিংবা সাহস হারানোর কিছু নেই।




শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়