সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বরণ্য রাজনীতিবিদ সিলেটের মাটি ও মানুষের প্রিয় নেতা এম. সাইফুর রহমানের তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিল ও আলোচনা সভা আজ বুধবার বাদ মাগরিব কানাইঘাট বাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রবীণ বিএনপি নেতা মাষ্টার হোসেন আহমদের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলামের পরিচালনায় দোয়ামাহফিল পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল কাহির চৌধুরী। বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সভাপতি হাজী ইফজালুর রহমান, থানা বিএনপি নেতা হাজী আব্দুল মতিন, কাউন্সিলার শরিফুল হক, থানা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের তথ্য গবেষণা সম্পাদক হাজী জসীম উদ্দিন, আজিজুল হক মেম্বার, মোহাম্মদ আলী মেম্বার, নিজাম উদ্দিন, কাউন্সিলার আব্দুর রহিম ভরসা, কাউন্সিলার জাহাঙ্গীর আলম জাহান, আজির উদ্দিন ভেড়া, আলমাছ উদ্দিন, আবুল কালাম, থানা- যুবদলের আহ্বায়ক আব্দুল মন্নান, যুগ্ম আহ্বায়ক সাজ উদ্দিন সাজু, মামুন রশিদ, থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমদ, যুগ্ম আহ্বায়ক এবাদুর রহমান মেম্বার, থানা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ জাকারিয়া, যুগ্ম আহ্বায়ক এবাদুর রহমান লালই, জাফর আহমদ, পৌর শ্রমিক দলের আহ্বায়ক আবিদুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরীফ উদ্দিন, হারিছ উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক জসীম উদ্দিন, যুগ্ম্ আহ্বায়ক রুমান সিদ্দিকী, ইসলাম উদ্দিন, থানা ছাত্রদলের সহসভাপতি রাশিদুল হাসান টিটু, ছাত্রদল নোত রুহুল আমিন, রুহুল আম্বিয়া, দেলোওয়ার, ওলিউর রহমান, কয়সর আলম, মোহাম্মদ কিবরিয়া, করিম চৌধুরী, রাসেল চৌধুরী প্রমুখ। প্রধান অতিথি’র বক্তব্যে হাজী আব্দুল কাহির চৌধুরী প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমানকে দেশের উন্নয়নের নক্ষত্র আখ্যায়িত করে বলেন তিনি শুধু দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধিত করেননি বরং সার্বিক উন্নয়নের মাধ্যমে ষোল কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। সিলেট বিভাগে তিনি যে উন্নয়নের অবদান রেখে গেছেন, সিলেটবাসী আজীবন তাঁর এ অবদানকে স্মরণ করবে এবং তিনি ইতিহাসের অংশ হয়ে থাকবেন।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়