কানাইঘাটে বিরোধী দলীয় জোট ভোক্ত ১৮দলীয় ঐক্য জোটের আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা জোট নেতৃবৃন্দের উপস্থিতিতে আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় কানাইঘাট পূর্ব বাজারস্থ বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কানাইঘাট পৌর বিএনপি’র সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান হাজী ইফজালুর রহমানের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক অধ্যাপক ফরিদ আহমদের পরিচালানায় সভায় উপস্থিত ছিলেন থানা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলার শরিফুল হক, বিএনপি নেতা আজিজুল হক মেম্বার, আজির উদ্দিন ভেড়া, নিজাম উদ্দিন উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওঃ এবাদুর রহমান, সহসাধারন সম্পাদক মাওঃ এহসান উল্লাহ, আব্দুশ শাকুর, সাংগঠনিক সম্পাদক মাওঃ হেলাল আহমদ, খেলাফত মজলিসের সভাপতি মাওঃ আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মাওঃ হাবিবুল্লাহ মিছবাহ, ইসলামী ঐক্যজোট কানাইঘাট শাখার সাধারণ সম্পাদক মাওঃ খলিলুর রহমান, থানা যুবদলের আহ্বায়ক আব্দুল মান্নান, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমদ, থানা শ্রমিকদলের আহ্বায়ক মোঃ জাকারিয়া, যুগ্ম আহবায়ক এবাদুর রহমান লালই, থানা উলামা দলের আহ্বায়ক মাওঃ কুদরত উল্লাহ, থানা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুল করিম শাহীন, পৌর শ্রমিকদলের আহ্বায়ক শরিফ উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, রাশিদুল হাসান টিটু, জালাল আহমদ জনী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ইসলাম উদ্দিন, নজরুল ইসলাম রুকন, খেলাফত মজলিসের পৌর শাখার সভাপতি হাফিজ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সিব্বির আহমদ, পৌর জমিয়তের সাধারণ সম্পাদক হাঃ হাবিব আহমদ, যুব জমিয়তের সভাপতি নজরুল ইসলাম, ছাত্র জমিয়তের সাবেক সভাপতি হাঃ শাহিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওঃ মহি উদ্দিন প্রমুখ। সভায় ১৮দলীয় জোটের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার ল্েয এবং আহ্বায়ক কমিটি গঠন উপল্েয পরবর্তী সভা আগামী শনিবার অনুষ্ঠিত হবে বলে জোটের নেতারা জানিয়েছেন। উক্ত সভায় জোট ভোক্ত সকল নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়েছে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়