Sunday, July 29

দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন

আজ রোববার সকালে ঢাকা, চট্টগ্রাম ও সিরাজগঞ্জসহ দেশেরে বিভিন্নস্থানে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। ইউএসজিএসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মিয়ানমারের রাজধানী নে পেই তাওয়ের চেয়ে ৪০৬ কিলোমিটার উত্তর-উত্তর পশ্চিমে। ভূপৃষ্ঠের ৬৮ দশমিক ৪ কিলোমিটার গভীরে। মিয়ানমারে সৃষ্ট মাঝারি মাত্রার এই ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল। ঢাকা আবহাওয়া অফিস জানা যায়, সকাল ৮টা ২১ মিনিটে ১৫ সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্প হয় । ঢাকার ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ৩৯৭ কিলোমিটার পূর্ব দিকে ছিল এর উৎসস্থল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি ও চট্টগ্রামবাসী এই ভূকম্পন অনুভব করেছেন। তবে কোথাও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৬ বলা হলেও যুক্তরাষ্ট্রের ভূপর্যবেক্ষণ সংস্থা ইউএসজিএস বলছে, এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। খবর:-ফেয়ার নিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়