Sunday, June 24

আওয়ামী লীগ শ্রমিকদের বেতন বাড়িয়েছে : শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশ যাতে আবার জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদে পরিণত না হয় সে জন্য দেশের মানুষকে সজাগ থাকতে হবে। অবৈধভাবে কেউ যাতে ক্ষমতা কেড়ে নিতে না পারে সে জন্য সংবিধানে বিধান রাখা হয়েছে। শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, �শ্রমিকদের অধিকারের জন্য কথা আমি বলেছি। শ্রমিকদের বেতন বাড়িয়েছি। তাহলে অন্যের উসকানিতে ভাঙচুর করে কেন তারা নিজেদের সর্বনাশ ডেকে আনছে। কারখানা বন্ধ হলে তাদের তো গ্রামে চলে যেতে হবে।� প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ �৯৬ সালে যখন ক্ষমতায় আসে তখন দেশে ৪০ লাখ টন খাদ্য ঘাটতি ছিল। এবার যখন ক্ষমতায় আসে তখন ৩০ লাখ টন খাদ্য ঘাটতি ছিল। কিন্তু এসব ঘাটতি মোকাবিলা করে আমরা দেশকে খাদ্যে উদ্বৃত্তের দেশে পরিণত করেছি। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন গরিব ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করে।শেখ হাসিনা বলেন, বিরোধী দল বলেছিল আওয়ামী লীগ নির্বাচনে ৩০টির বেশি আসন পাবে না। শেখ হাসিনা প্রধানমন্ত্রী দূরে থাক বিরোধীদলীয় নেতাও হতে পারবেন না। সেই তারাই পেয়েছেন ২৯টি আসন। এবার তারা বলছে আওয়ামী লীগ ১০টা আসনও পাবে না, জানি না এটা আবার তাদের জন্য প্রযোজ্য হয়ে যায় কি না। সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, আওয়ামী লীগের ৬৩ বছরের মধ্যে ৩২ বছর দলের সভাপতির দায়িত্বে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ৩২ বছরের মধ্যে দেশে গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠিত হয়েছে, সামরিক শাসনের অবসান হয়েছে এবং যুদ্ধাপরাধীদের কাঠগড়ায় নেওয়া হয়েছে। এই দেশ ছিল জঙ্গি, বাংলা ভাইয়ের দেশ। শেখ হাসিনা এসবের বিরুদ্ধে দাঁড়িয়েছেন তাই আজ গণতন্ত্রের স্বাদ উপভোগ করছি। শেখ হাসিনা আরও ৩২ বছর দলের সভাপতি পদে থাকুন, তাহলে দেশে স্বাধীনতা অক্ষুণ� থাকবে, না হলে উপায় নেই।উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন আমির হোসেন আমু, লতিফ সিদ্দিকী, জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, সাহিত্যিক-সাংবাদিক রাহাত খান, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, জাসদের হাসানুল হক ইনু প্রমুখ। সূত্র:-ফেয়ার নিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়