Monday, September 30

সিলেটে ‘হেলমেট আছেতো জ্বালানী আছে’ কার্যক্রমের উদ্বোধন মঙ্গলবার

সিলেটে ‘হেলমেট আছেতো জ্বালানী আছে’ কার্যক্রমের উদ্বোধন আগামীকাল মঙ্গলবার সকাল ১১টায় মিরাবাজার মেসার্স বিরতী ফিলিং স্টেশনে করা হবে।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মো. শফিকুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত থাকবেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. ফয়সাল মাহমুদ, ফিলিং স্টেশন ওনার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ, বিভিন্ন ফিলিং স্টেশনের মালিকগনসহ এসএমপি’র ট্রাফিক বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাগণ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়