Monday, July 15

স্কুল টিভি চালুর পরিকল্পনা শিক্ষা মন্ত্রণালয়ের

ঢাকা ও ঢাকার বাইরের ভালো শিক্ষকদের ক্লাস সারা দেশে ছড়িয়ে দিতে স্কুল টিভি চালু করার বিষয়ে পরিকল্পনা নেবে শিক্ষা মন্ত্রণালয়।

ভালো শিক্ষকদের অতিথি করে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানে জেলা প্রশাসকদের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এ কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
সোমবার সকালে সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলন উপলক্ষে বিভিন্ন মন্ত্রণালয়ের মতবিনিময়ের অংশ হিসেবে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ডিসিরা।
এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে বৈঠকের, গ্রাহক পর্যায়ে ১৪ হাজার কোটি টাকার বেশি বকেয়া বিল আদায়ে জেলা প্রশাসকদের সহযোগিতা চান বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
এদিকে, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসকদের বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা জানান, রাজস্ব বাড়াতে জেলা-উপজেলা পর্যায়ে সমন্বিত কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন জেলা প্রশাসকরা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়