কোপা আমেরিকায় সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে হেরে আগেই শিরোপার স্বপ্ন চূর্ণ হয়েছে আর্জেন্টিনার। চিলির বিপক্ষে রোববার রাতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলতে নামে লাতিন আমেরিকার দেশটি।
এই ম্যাচের ৩৬ মিনিটের সময় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আর্জেন্টিনার লিওনেল মেসি ও চিলির মেডেল। এমন বিতর্কিত লাল কার্ডের পর মেসি জানান, রেফারি ফুটবলের সৌন্দর্য নষ্ট করেছে।
ম্যাচের প্রথমার্ধে দিবালা পাস দিয়ে বল
এগিয়ে দেন চিলির ডি-বক্সে। এ সময় দৌঁড়ে এসে বলের পিছু নেন মেসি। কিন্তু বল
দখলে নিয়ে নেন চিলির ডিফেন্সিভ মিডফিল্ডার মেডেল। মেসি বল দখলের চেষ্টা
করতেই দুজনের মধ্যে মারামারি লেগে যায়। এরপর মেডেল মেসিকে হাত দিয়ে, বুক
দিয়ে ধাক্কাধাক্কি করতে থাকেন। রেফারি এসে মেডেলসহ মেসিকে লাল কার্ড
দেখানোয় হতাশ হন মেসি।
এর আগেও ব্রাজিলের বিপক্ষে ম্যাচেও রেফারি
পক্ষপাতিত্ব করেছে বলে অভিযোগ করেন আর্জেন্টিনার অধিনায়ক। মেসি বলেন, আমি
খুশি নই। আমরা আরো বেশি পাওয়ার যোগ্য। কিন্তু দুর্নীতি আমাদের ফাইনালে যেতে
দেয়নি।
মেসির অভিযোগ করে আরো বলেন, পুরো
টুর্নামেন্টটা ব্রাজিলের জন্য সাজানো। তারা (রেফারি) ফুটবলকে কলুষিত করছে
এবং ফুটবলকে উপভোগ করার সুযোগ নষ্ট করে দিচ্ছে।
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়