বনের মাঝে সড়ক দিয়ে মোটর বাইকে চেপে যাচ্ছিলেন দুই বন কর্মকর্তা। কিন্তু এমন সময় তারা লক্ষ্য করলেন কিছু একটা খুব দ্রুত গতিতে বনের ভেতর থেকে তাদেরকে ধাওয়া করছে। ভালোভাবে খেয়াল করে দেখলেন এ যে স্বয়ং বনের রাজা রয়েল বেঙ্গল টাইগার তাদের তাড়া করছে।
সম্প্রতি দক্ষিণ ভারতের কেরালার ওয়াইনাড়ের মুথঙ্গা অভয়ারণ্য এলাকায় এ ঘটনাটি ঘটেছে। ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ রক্তহীমকর এই ঘটনাটির একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিও’টিতে দেখা যায় বাঘটি কয়েক সেকেন্ড ধরে বাইক আরোহী দু’জনকে তাড়া করছে। এক সময়ে বাইকের বেশ কাছেও চলে আসে বাঘটি। তবে অল্পের জন্য বেচেঁ যান বাইকের আরোহীরা।বাইকের আরোহী বন কর্মকর্তা দু’জন বাইকে তেল ভরতে বেরিয়েছিলেন।
ভিডিওটি দেখুন :
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়