ভারতীয় সেনাবাহিনীর ১৫ জন তরুণ অফিসার সস্ত্রীক সাত দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে পৌঁছেছেন।
বাংলাদেশ সেনাবাহিনীর এভিয়েশন গ্রুপের একটি বিমানে এই নব দম্পতিদের কলকাতা থেকে ঢাকায় নিয়ে আসা হয়।
শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সফরকালে তারা বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনা ও দেশের ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন করবেন।
গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ সেনাবাহিনীর ২৫ জন তরুণ অফিসার সস্ত্রীক
শুভেচ্ছা সফরে ভারত গমন করেছিলেন। পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসেবে
ভারতীয় সেনাবাহিনীর তরুণ অফিসাররা সস্ত্রীক বাংলাদেশ সফর করছেন। এ ধরনের
সফরের মধ্য দিয়ে উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ ও
আন্তরিক সম্পর্ক আরো বেগবান হবে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়