Sunday, July 28

বিশ্বের ভয়ংকর তিন রাস্তা

 ফিচার ডেস্ক::

পৃথিবীতে এমন কিছু রাস্তা রয়েছে যেগুলো দেখলেই যে কেউ ভয় পাবে। এসব রাস্তা দেখলে অনেকের মনে হবে জীবিত ফিরে আসা সম্ভব নয়। তেমন তিনটি রাস্তার তথ্য নিয়ে এই আয়োজন-

১. আটলান্টিক ওশান রোড: ভয়ংকর হলেও পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় এটি। কয়েকটি দ্বীপের মধ্যে যোগাযোগ স্থাপন করেছে এমন ৮ টি ব্রিজ। প্রায় নয় কিলোমিটার লম্বা এই ব্রিজের উপরে অনবরত সমুদ্রের বড় বড় ঢেউ আছড়ে পড়ে। যা দেখলে যে কারো আত্মা শুকিয়ে যাবে!
সাউথ ইউঙ্গাস রোড
সাউথ ইউঙ্গাস রোড
২. হিমালায়ান রোড: হিমালয়ের পার্শ্ববর্তী সড়কগুলো সত্যিই ভয়ানক। মাঝে মাঝে এখানকার সড়কগুলো বরফে মোড়ানো থাকে! আবার কখনো সড়কের ওপর পাহাড় থেকে ঝরনা নেমে আসে। সড়কগুলোর আরেকটি বৈশিষ্ট হলো, পাথর এবং ইটের কুচায় পরিপূর্ণ থাকে সবসময়।
৩. সাউথ ইউঙ্গাস রোড: বলিভিয়ার সরু এই সড়কটি কতটা ভয়ঙ্কর, গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন। এটা সারা বিশ্বে ‘ডেড রোড’ নামে পরিচিত। ভাবছেন মৃত্যু ঝুঁকি নিয়ে কেন মানুষ এই রাস্তা দিয়ে যায়? বলিভিয়ায় অবস্থিত ছোট একটি গ্রামে যাওয়ার এটাই একমাত্র পথ। প্রতিবছর বিশ্বের সব ভয়ংকর সড়ক দুর্ঘটনা এখানে ঘটে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়