Wednesday, July 24

কানাইঘাটে বন্যা দূর্গতদের মাঝে বিশ্বনাথের প্রবাসী'র ত্রাণ বিতরণ


নিজস্ব প্রতিবেদক:
সিলেটের বিশ্বনাথ উপজেলার সুড়িরখাল বড়বাড়ী যুক্তরাজ্য প্রবাসী দম্পত্তি হাজী আব্দুর গফুর ও মরিয়ম নেছার অর্থায়নে কানাইঘাটের বন্যা দূর্গত এলাকার দু’শত পরিবারের মধ্যে শুকনো খাবার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মুমিন চৌধুরীর তত্বাবধানে আজ মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির,
যুক্তরাজ্য প্রবাসী হাজী আব্দুল গফুরের ভাই সমাজসেবী হাজী মোঃ তবারক আলী, সমাজকর্মী হাজী তেরাব আলী কানাইঘাট পৌর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কেএইচএম আব্দুল্লাহ, জেলা স্বেচ্ছা সেবকলীগের সাংগঠনিক সম্পাদক মাসুক আহমদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের,কোষাধ্যক্ষ আক্তার আহমদ শাকের, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সাবেক সাধারন সম্পাদক এখলাছুর রহমান, সহ-সম্পাদক আব্দুন নূর, ক্রীড়া সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহবুবুর রশিদ, সদস্য শাহিন আহমদ, মুমিন রশিদ, দৈনিক সিলেটের দিনকাল প্রত্রিকার স্টাফ রিপোর্টার জয়নাল আজাদ, আওয়ামী লীগ নেতা ছয়ফুল আলম, এবাদুর রহমান মুজাই,কানাইঘাট সদর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, উপজেলা পরিষদের সিও বিপ্লবকান্তি দাস অপু, সাবেক ছাত্রনেতা আছাদ উদ্দিন, কানাইঘাট সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আলমাছ উদ্দিন, পৌর শাখার সাধারণ সম্পাদক হারিছ উদ্দিন, বিশ্বনাথ নিবাসী রোমান হোসেন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।


ত্রাণ বিতরণ কালে দু’শ পরিবারের মধ্যে বিভিন্ন প্রকার শুকনো খাবার বিতরণ করা হয়।


এ সময় উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বিশ্বনাথ নিবাসী যুক্তরাজ্য প্রবাসী আব্দুল গফুর ও মরিয়ম বেগম আর্থ-মানবতার সেবায় সাড়া দিয়ে আজ কানাইঘাটের বানভাসী মানুষের পাশে ত্রাণ সামগ্রী নিয়ে সুদূর প্রবাস থেকে দাড়িয়েছেন। এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের সুস্থ্যতা কামনা করে দোয়া করা হয়।
প্রবাসী আব্দুল গফুরের ভাই হাজী আকবর আলী ভবিষ্যতে তাদের পক্ষ থেকে কানাইঘাটের অসহায় মানুষের পাশে দাড়ানোর আশ্বাস প্রদান করেন।
কানাইঘাট নিউজ ডটকম/২৩ জুলাই ২০১৯


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়