Saturday, May 18

চিকিৎসক সংকট নিরসনে মানববন্ধন

কানাইঘাট নিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত অনুমোদনপত্র অনুযায়ী ৩৯তম বিশেষ বিসিএসে ৮ হাজার ৩৬০ জন উত্তীর্ণ নন-ক্যাডারকে শূন্য পদ সৃষ্টির মাধ্যমে ক্যাডারভুক্ত করার দাবিতে মানববন্ধন করা হয়েছে। 

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে নন-ক্যাডার কয়েক শ চিকিৎসকের উপস্থিতিতে এ মানববন্ধন ক‌রা হয়। 
এতে নন-ক্যাডার চিকিৎসকরা বলেন, দেশে চিকিৎসকের সংকট রয়েছে। এ পরিস্থিতিতে আমরা যোগ্য হওয়ার পরও ক্যাডারভুক্তি করা হয়নি। পদ সৃজন না করায় লিখিত ও মৌখিক পরীক্ষায় যোগ্যতার পরিচয় দিলেও আমাদের নন-ক্যাডার করা হয়েছে। 
তারা বলেন, আমরা তা মেনে নেব না। আমাদের ক্যাডারভুক্তি করে দেশের যেকোনো স্থানে নিয়োগ দিলে আমরা সেখানে চিকিৎসা সেবা দেবো।
বক্তারা বলেন, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। দাবি আদায়ে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশে পদযাত্রা করা হবে। সেখানে গিয়ে আন্দোলনে যুক্ত হওয়া সবার গণস্বাক্ষর নেয়া হবে। সেই গণস্বাক্ষরসহ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি জমা দেয়া হবে।
এ ছাড়া আগামীকাল রোববার এ দাবিতে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হবে বলেও জানান চিকিৎসক নেতারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন ডা. মাহমুদুল হাসান, ডা. রাফা বিনতে নূর, ডা.মাইন উদ্দিন, ডা. দেবাসিস, ডা. কানিতা, ডা. রিপন প্রমুখ।
 সূত্র: ডেইলি বাংলাদেশ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়