Sunday, May 19

অ্যান্ড্রয়েড ফোনের গোপন ৩ ফিচার!

 
কানাইঘাট নিউজ ডেস্ক:

দেশের স্মার্টফোন বাজার প্রতিনিয়ত বৃহৎ থেকে বৃহত্তর হতে চলেছে। আর ক্রমশ বর্ধমান এই স্মার্টফোন মার্কেটের সিংহভাগ দখল করে আছে অ্যান্ড্রয়েড। বলা চলে এখন সবার হাতেই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের কারুকাজ! অনেকেই এই কারুকাজের গোপন কিছু সুবিধার কথা জানেন না। তা নিয়েই এই আয়োজন-

ডিলিট করা কিছু ফিরে পেতে
অনেকের ফোনে এত পরিমাণে নোটিফিকেশন আসে, বিরক্ত হয়ে না পড়েই সব ডিলিট করে দেন। কিন্তু যদি কোনো নোটিফিকেশন ফিরে পাওয়ার দরকার হয় তাহলে ফোনের খালি স্ত্রিনে চাপ দিয়ে ধরে রাখলে ‘উইগেট’ আসবে, সেখানে ট্যাপ করলে সেটিংস শর্টকাট আসবে। তখন সেটিংস শর্টকাট থেকে নোটিফিকেশন লগ অন করে ডিলিট করা নোটিফিকেশন ফিরে পাওয়া যাবে।
সাইলেন্ট ফোন খুঁজতে
সাইল্টে অবস্থায় ফোন খুঁজতে আপনাকে সাহায্য করবে অ্যান্ড্রয়েড সিস্টেমের একটি ফিচার। ফোনের ব্রাউজারে ‘ফাইন্ড মাই ফোন’ টাইপ করলে রিং, লক ও ইরেজ অপশন পাবেন। আপনার পছন্দ অনুযায়ী যেকোনো অপশন চালু করতে পারেন।
জুম করার সুবিধা
অ্যান্ড্রয়েড স্মার্টফোনে টেক্সট জুম করা ছাড়াও যেকোনো আইকন বা ন্ত্রিন জুম করা যায়। সেটিংস অপশনে গিয়ে ‘ম্যাগনিফিকেশন জেষ্টার্স’এ ট্যাপ করে এই অপশন চালু করা যায়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়