কানাইঘাট নিউজ ডেস্ক:
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট মহানগর আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানকে আহবায়ক ও সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
এছাড়াও মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সকল সদস্য, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি/সাধারণ সম্পাদক আহবায়ক/যুগ্মআহবায়কে সদস্য হিসেবে নির্বাচনী পরিচালনা কমিটিতে অন্তর্ভূক্ত থাকবেন।
রবিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে সিলেট মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় এ কমিটি গঠন করা হয়।
মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদ উদ্দিনের পরিচালনায় সভায় মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়