Tuesday, October 2

কানাইঘাটে ৫দিনব্যাপী শিক্ষকদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলার মাধ্যমিক শিক্ষকদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষার মাধ্যমে গড়ে তোলার লক্ষ্যে ৫দিনব্যাপী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ-২০১৮ ডিজিটাল কোর্সের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় কানাইঘাট উপজেলা বাংলাদেশ শিক্ষক সমিতির অর্থায়নে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের পরিচালনায় রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব মিলনায়তনে এ কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা। রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন আহমদের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষক সমিতির সচিব ফজলুর রহমানের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা  কর্মকর্তা তরিকুল ইসলাম, প্রশিক্ষণের ট্রেইনার জৈন্তাপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার আজিজুর রহমান, চরিপাড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুজম্মিল আলী, বীরদল এনএম একাডেমীর প্রধান শিক্ষক জার উল্লাহ, মানিকগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখলাছে এলাহী, সুরতুন নেছা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ উদ্দিন সাজু, বড়দেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন, সুরইঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিছবাহুল ইসলাম চৌধুরী, বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরল আমিন,কানাইঘাট পাবলিক হাই স্কুলে প্রধান শিক্ষক ইয়াহিয়া,কানাইঘাট প্রেসকাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক হারুন রশিদ, শামীম আহমদ সহ শিক্ষক নেতৃবৃন্দ। যোগাযোগ ও দক্ষতার উপর ৫দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনকালে নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা বলেন,  শিক্ষার্থীদের আগামীদিনের দক্ষ মানব সম্পদে পরিণত করতে হলে তথ্য প্রযুক্তির উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাল্টিমিডিয়া কাস ব্যবস্থা চালু করতে হবে। এ জন্য শিক্ষকদের যথাযথ ভাবে প্রযুক্তির উপর প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। তিনি উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দের ধন্যবাদ জানিয়ে বলেন নিজ অর্থায়নে এ ধরনের প্রশিক্ষণের উদ্বোধন করায় শিক্ষকরা প্রশিক্ষণ গ্রহণ করে শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক শিক্ষা দিবেন অপরদিকে উপজেলার মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা আরো একধাপ এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

কানাইঘাট নিউজ ডটকম/০২অক্টোবর ২০১৮

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়