Friday, October 26

কাল রেজিস্টারি মাঠে মাযহাব সংরক্ষণ শীর্ষক সমাবেশ

কানাইঘাট নিউজ ডেস্ক:
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনসচেতনা সৃষ্টির লক্ষে সিলেটের রেজিস্ট্রারি মাঠে মাযহাব সংরক্ষণ শীর্ষক মহাসমাবেশ শনিবার অনুষ্ঠিত হবে। দুপুর ১২টা থেকে শুরু হওয়া এ সমাবেশের আয়োজন করেছে জমিয়তে উলামা বাংলাদেশ। সংগঠনের প্রধান উপদেষ্টা আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস শায়খে লক্ষীপুরীর সভাপতিত্বে সমাবেশের প্রধান অতিথি থাকবেন আমীরে জমিয়ত আল্লামা আলিমুদ্দীন শায়খে দূর্লভপুরী। এছাড়া জমিয়তে উলামার শীর্ষ নেতারা অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এদিকে, সমাবেশ সফলের লক্ষে শুক্রবার নগরীতে প্রচার মিছিল করেছে মহাসমাবেশ বাস্তবায়ন কমিটি। জুমার নামাজের পর নগরীর আবু তোরাব জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে কোর্ট পয়েন্টের কালেক্টরেট জামে মসজিদের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় বক্তারা মাযহাব সংরক্ষণে জমিয়তে উলামা বাংলাদেশ আয়োজিত রেজিস্টারি মাঠের মহাসমাবেশে জনসমুদ্রে পরিণত করার জন্য সিলেটবাসীর প্রতি অাহবান জানান। মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা জয়নুল আবেদীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জমিয়তে উলামার সহকারী মহাসচিব মাওলানা আবুল হোসাইন চতুলী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ক্বারী হারুনুর রশীদ চতুলী। এসময় মাওলানা আব্দুল্লাহ, মাওলানা বাহার উদ্দীন, মাওলানা সুফিয়ান হামিদী, ছাত্রনেতা জুনায়েদ আল হাবীব, রায়হান আহমদসহ জমিয়তে উলামা, জমিয়তে আনসার, জমিয়তে তালাবার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


কানাইঘাট নিউজ ডটকম/২৬ অক্টোবর ২০১৮/প্রেবি

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়