Friday, September 7

আবারো জুটিবদ্ধ আল্লু-সামান্থা

কানাইঘাট নিউজ ডেস্ক: ভারতের দক্ষিণী সিনেমার অভিনয়শিল্পী আল্লু অর্জুন ও সামান্থা রুথ প্রভু। ২০১৫ সালে তেলেগু ভাষার ‘সন অব সত্যমূর্তী’ সিনেমায় জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছিলেন আল্লু অর্জুন ও সামান্থা। নাম ঠিক না হওয়া একটি সিনেমায় আবারো জুটি বাঁধতে চলেছেন তারা। সিনেমাটি পরিচালনা করবেন বিক্রম কুমার। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বিক্রম কুমারের একটি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করবেন আল্লু-সামান্থা। এতে কেন্দ্রীয় নারী চরিত্রে দেখা যাবে সামান্থাকে। এ প্রসঙ্গে একটি সূত্র বলেন, ‘সামান্থা সিনেমাটির চিত্রনাট্য পড়ে পছন্দ করেছেন। খুব শিগগির তিনি সিনেমাটিতে চুক্তিবদ্ধ হবেন। তা ছাড়া সিনেমাটির দ্বিতীয় কেন্দ্রীয় নারী চরিত্রের খোঁজ করছেন পরিচালক।’ বর্তমানে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। তবে এখনো পরিচালক কিংবা আল্লু-সামান্থা কেউ-ই আনুষ্ঠানিক ঘোষণা দেননি। খুব শিগগির এর আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়

নোটিশ :   কানাইঘাট নিউজ ডটকমে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক