Friday, September 7

ব্রাজিলের নতুন একাদশে থাকছেন যারা

কানাইঘাট নিউজ ডেস্ক: রাশিয়া বিশ্বকাপ শেষ হলেও ব্রাজিল দল নিয়ে কোচ তিতের কাজ শেষ হয়নি। তার সঙ্গে ২০২২ বিশ্বকাপ পর্যন্ত নতুন চুক্তি করেছে ব্রাজিল। তাই দল গোছানোর লক্ষ্যে তিতের প্রথম পরীক্ষা যুক্তরাষ্ট্র। রাশিয়া বিশ্বকাপের দলে থাকা মার্সেলো, পাউলিনহো, জেসুসদের দলে ডাকেননি ব্রাজিল কোচ। দলে একদম নতুন মুখ নেই বললেই চলে। তবে ফ্যাবিনহোর সুযোগ হতে পারে ব্রাজিল দলে। ব্রাজিল কোচ তিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচের আগে ১১ সদস্যের দল নিয়ে অনুশীলন করিয়েছে। ওই দলটাই খেলানোর সম্ভবনা বেশি। আগামী ৮ সেপ্টেম্বর বংলাদেশ সময় ভোরে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে সেলেকাওরা। তাতে দলে লিভারপুলের তিন তারকাকে রাখার সম্ভাবণা বেশি। আর কুতিনহোকে নিয়ে চারজন। অন্যরা ফ্যাবিনহো, ফিরমিনো এবং গোলরক্ষক অ্যালিসন। তবে ফ্যাবিনহোর যে পজিশনে খেলেন ব্রাজিল দলে সে জায়গা পাচ্ছেন না। তিনি মূলত মিডফিল্ডার। ব্রাজিলের এই দলে দানিলো, ফাগনার কিংবা দানি আলভেস না থাকায় ফ্যাবিনহোকে রাইট ব্যাকে খেলাবেন তিতে। লেফট ব্যাকে আছেন অ্যাথলেটিকো মাদ্রিদের ফিলিপে লুইস। মার্সেলো দলে না থাকায় শুরুর একাদশে সুযোগ পেতে পারেন তিনি। ব্রাজিলের আক্রমণভাগে শুরুর একাদশে দেখা যেতে পারে নেইমার, ডগলাস কস্তা এবং রর্বাতো ফিরমিনোকে। মিডফিল্ডে তিতে আস্থা রাখতে চান ফ্রেডের ওপর। তার সঙ্গে থাকবেন কুতিনহো। ডিফেন্সিভ মিডফিল্ডে ব্রাজিল এবং রিয়াল মাদ্রিদের অন্যতম ভরসা ক্যাসেমিরোই থাকবেন। ব্রাজিলের সম্ভব্য একাদশ: অ্যালিসন, মারকুইনোস, থিয়াগো সিলভা, ফ্যাবিনহো, ফিলিপে লুইস, ক্যাসেমিরো, ফ্রেড, কুতিনহো, নেইমার, ডগলাস কস্তা, ফিরমিনো।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়

নোটিশ :   কানাইঘাট নিউজ ডটকমে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক