Thursday, September 6

কানাইঘাটে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উপলক্ষে র‌্যালি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ ২০১৮ উদযাপন উপলক্ষ্যে সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি-২ কানাইঘাট জোনাল অফিসের উদ্যোগে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পল্লীবিদ্যুৎ জোনাল অফিস থেকে র‌্যালিটি বের হয়ে নির্বাহী কর্মকর্তার কার্য্যালয় সম্মুখে গিয়ে শেষ হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার, সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং এর নেতৃত্বে সরকারী কর্মকর্তা পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের কর্মকর্তা, এলাকা পরিচালক বৃন্দ, কর্মচারী বিদ্যুৎ গ্রাহক সুধীজন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা র‌্যালীতে অংশগ্রহণ করেন। র‌্যালি পরবর্তী কানাইঘাট পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম শাহিন রেজা ফরাজির সভাপতিত্বে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহের সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা বলেন, বর্তমান সরকারের আমলে বিদ্যুৎ সেক্টরের নজিরবিহীন সাফল্য অর্জন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের মধ্যে দেশের প্রতিটি ঘরে ঘরে শতভাগ বিদ্যুৎ পৌছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। এর সাফল্য আমরা কানাইঘাট উপজেলাবাসী পাচ্ছি। কানাইঘাটে লোডশেডিং একেবারে কমে গেছে। বিদ্যুৎ সাব-স্টেশনগুলির ক্ষমতা বাড়ানো হচ্ছে। প্রতিটি গ্রামে পল্লীবিদ্যুৎ ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিচ্ছে। গ্রাহকের সংখ্যা দিন দিন বাড়ছে এ সাফল্য আমাদের সবাইকে ধরে রাখতে হবে এবং বিদ্যুতের অপচয় রোধে সবাইকে সচেতন হতে হবে। এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল হোসেন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ-সম্পাদক মোঃ আব্দুন নূর, পল্লীবিদ্যুৎ কানাইঘাট জোনাল অফিসের ৬ এর পরিচালক ডাক্তার সাদিকুর রহমান খান প্রমুখ। 

কানাইঘাট নিউজ ডটকম/০৬সেপ্টেম্বর ২০১৮ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়

নোটিশ :   কানাইঘাট নিউজ ডটকমে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক