Monday, August 6

কানাইঘাটে জাতীয় শোক দিবস পালনে প্রশাসনের প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের হল রুমে নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে প্রস্তুতি সভায় ১৫ আগষ্টের সকল কর্মসূচী প্রশাসনের পাশাপাশি সকল শিক্ষাপ্রতিষ্ঠানসহ সবাইকে যথাযথ ভাবে পালনের জন্য আহবান জানান। জাতির পিতার শাহাদাৎ বার্ষিকী ও শোক দিবস পালনের লক্ষে সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সাবেক মেয়র লুৎফুর রহমান, যুগ্ম আহবায়ক রফিক আহমদ, পৌর আওয়ামী লীগের আহবায়ক জামাল উদ্দিন, কৃষি কর্মকর্তা কাজী আনোয়ার হোসেন, মৎস্য কর্মকর্তা আনিছুর রহমান, থানার ওসি (তদন্ত) নুনুমিয়া লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান ডাক্তার ফয়েজ আহমদ, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান জেমস লিওফারগুশন নানকা, বাণীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ আহমদ, জাপা নেতা আলা উদ্দিন মামুন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ-সম্পাদক আব্দুন নূর, উপজেলা প্রকৌশলী রিয়াজ মাহমুদ, জনস্বাস্থ্য প্রকৌশলী জাকির হোসেন, ভারপ্রাপ্ত আনসার ভিডিপি কর্মকর্তা আনিছুর রহমান, রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন আহমদ, শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মাহবুব, সমবায় কর্মকর্তা জামাল উদ্দিন, কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস শুকুর, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল লতিফ চৌধুরী, সাধারণ সম্পাদক ইকবাল আহমদ, আওয়ামী লীগ নেতা আবুল বাশার,উপজেলা যুবলীগের আহবায়ক এনামুল হক, শ্রমিকলীগের সভাপতি জসিম উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক মন্ডলী ও সুধীজন উপস্থিত ছিলেন। 

 কানাইঘাট নিউজ ডটকম/০৬আগস্ট ২০১৮ইং।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়

নোটিশ :   কানাইঘাট নিউজ ডটকমে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক