Tuesday, February 13

কানাইঘাটে আইন শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলা আইন শৃঙ্খলা ও চোরা চালান প্রতিরোধ কমিটির মাসিক সভা গত সোমবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে আইন শৃঙ্খলা ও চোরা চালান প্রতিরোধ কমিটির সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলার উন্নয়নের পাশাপাশি লোভাছড়া পাথর কোয়ারি এলাকায় পরিবেশ বিধ্বংসী তৎপরতা প্রতিরোধে প্রশাসনের অভিযান জোরদার এবং ইজারার শর্ত লঙ্গন করে যারা কোয়ারিতে গর্ত তৈরি করে পাথর উত্তোলন করে এলাকার পরিবেশকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছেন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবী জানানোর পাশাপাশি সব ধরনের সমাজবিরোধী কর্মকান্ড প্রতিরোধ গ্রহণের উপর গুরুত্ব দেওয়া হয় আইন শৃঙ্খলা কমিটির সভায়। এছাড়া সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বন্ধে বিজিবির তৎপরতা আরো বাড়ানো, অযথা কাউকে হয়রানী না করার জন্য বিজিবির প্রতিও অাহবান জানানো হয়। সেই সাথে কোয়ারিতে বিজিবির তৎপরতা আরো বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয় আইন শৃঙ্খলা কমিটির সভায়। সভায় বেশ কয়েকজন সদস্য শুধুমাত্র পাথর কোয়ারিতে অভিযান করে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ নয় এজন্য বড় বড় গর্তগুলো মাটি দিয়ে ভরাট করার জন্য দাবী জানান। কমিটির সভাপতি নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা সার্বিক আইন শৃঙ্খলার উন্নয়নে পুলিশের পাশাপাশি সবাইকে আন্তরিকতার সহিত দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, কোয়ারিতে প্রতিনিয়ত প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে, অযথা প্রশাসনকে দোষারূপ না করে এলাকার পরিবেশ রক্ষা করতে সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। যারা সেখানে ইজারার শর্ত অমান্য করে পাথর উত্তোলন করছেন তাদের নামের তালিকা পরিবেশ অধিদপ্তরে পাঠানো হয়েছে। আশাকরি শীঘ্রই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ, সুরইঘাট বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার, লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি চেয়ারম্যান ডাঃ ফয়েজ আহমদ, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান জেমস্ লিও ফারগুসন নানকা, বড়চতুল ইউপি চেয়ারম্যান মাওঃ আবুল হোসেন, বানীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, রাজাগঞ্জ ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন সহ বিজিবির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আইন শৃঙ্খলা কমিটির সদস্যরা। থানার ওসি উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে উল্লেখ করে এলাকায় যে কোন ধরনের অপরাধ মূলক কর্মকান্ড প্রতিরোধে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়