Sunday, July 23

ত্বক ও চুলের সৌন্দর্যে কফি

ত্বক ও চুলের সৌন্দর্যে কফি

কানাইঘাট নিউজ ডেস্ক: কফি শুধু পান করার জন্য নয়, ত্বক ও চুলের সৌন্দর্যেও ব্যবহার করতে পারেন কফি। অর্থাৎ আপনার প্রতিদিনের রূপচর্চার একটা বড় উপকরণ হতে পারে কফি। তাই জেনে নিন সৌন্দর্য চর্চায় কফির ব্যবহার।

# ত্বকের স্কার্ব হিসাবে ব্যবহার করতে পারেন কফি। কফি গুড়া, চিনি গুড়ার সাথে সামান্য অলিভওয়েল মিশিয়ে স্কার্ব তৈরি করুন। তারপর কিছুক্ষণ তা ত্বকে লাগিয়ে রাখুন। এটি আপনার ত্বকের মরা চামড়াকে দূর করতে সাহায্য করবে।
   
# মাথার ত্বকের চর্চায়ও আপনি ব্যবহার করতে পারেন কফি। ভেজা মাথার ত্বকে সামান্য পরিমাণ কফি গুড়া লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। দেখবেন মরা চামড়া পরিষ্কার হয়ে গেছে।

# সুন্দর ঝলমলে চুল পেতে চাইলে আপনি কন্ডিশনারের সাথে সামান্য কফি গুঁড়া মিশিয়ে পাঁচ মিনিটের মতো চুলে লাগিয়ে রাখুন। এরপর ভালোভাবে ধুয়ে ফেলুন এবং পেয়ে যাবেন ঝরঝরে সুন্দর চুল।
 
# স্কার্ব হিসেবে ব্যবহার হওয়ার পাশাপাশি ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধিতেও সাহায্য করে কফি। ত্বকের কোথাও যদি সমস্যা দেখা দেয়, তখন কফি গুড়া, চিনি গুড়ার সাথে সামান্য অলিভওয়েল মিশিয়ে নিন। প্যাকটি মাথায় নিয়মিত ব্যবহার করলে ত্বক ফিরে আসবে হারানো উজ্বলতা এবং মসৃণতা।
   
# সুন্দর ঝলমলে চুলের সাথে, উজ্বল-মসৃণ ত্বক পেতে চাইলে আপনি কফির প্যাক ব্যবহার করতে পারেন। আধা কাপ কফির সাথে পরিমানমতো দুধ মিশিয়ে প্যাক বানান। তারপর তা পুরু করে মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট রেখে দিন। আর ধোবার সময় কুসুম গরম পানি ব্যবহার করুন। দেখবেন মুহূর্তেই আপনার ত্বক দ্যুতি ছড়াচ্ছে।
   
# অনেক সময় বেশি কাজের চাপে চোখ ফুলে যায়। চোখের ফোলা ভাব এবং ডার্ক সার্কেল দূর করতে সাহায্য করে কফি। কফি খাওয়ার সময় অল্প কিছু ভেজা দানা রেখে দিন। এরপর চোখের চারপাশে কিছুক্ষণ লাগিয়ে রাখুন। ঠান্ডা পানি দিয়ে চোখ ধুয়ে ফেলুন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়