Saturday, July 15

কানাইঘাট জুলাই আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলার ৪নং সাতবাঁক ইউপির জুলাই আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও বিশিষ্ট ব্যক্তিবর্গদের নিয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় স্থানীয় বিদ্যালয় মাঠে এসভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি কেন্দ্রীয় চেয়ারম্যান সমিতির সহ সভাপতি জেলা আ’লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সাতবাঁক ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাব্বির আহমদের পরিচালনায় ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ সহ এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন ড. বিলাল আহমদ,হাজী আলা উদ্দিন, মাষ্টার আব্দুল হাই, হাজী আব্দুল মান্নান, বনিক সমিতির সভাপতি আলা উদ্দিন, মখদ্দুছ আলী, হাজী খলিল আহমদ, হাজী জমির উদ্দিন, মোহাম্মদ আলী, আলা উদ্দিন, আবুল ফয়েজ চৌধুরী, আব্দুল হাই, মাষ্টার বশির উদ্দিন, ইউপি সদস্য আব্দুন নুর, ছাব্বির আহমদ, হেলাল উদ্দিন মামুন, জাহাঙ্গীর শামীম কামরুল, সাবেক ইউপি সদস্য আব্দুন নুর, ফারুক আহমদ, হাবিব আহমদ, এবাদুর রহমান প্রমুখ। এসময় সাতবাঁক ইউপিকে শিক্ষা ক্ষেত্রে আরো এক ধাপ এগিয়ে নিতে নতুন ভবন নির্মাণের জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে ৭৫ লক্ষ টাকার বরাদ্দ দেয়া হয়েছে। উক্ত ভবন নির্মাণের জন্য স্থান নির্ধারন ও বিবিধ বিষয় নিয়ে জরুরী সভায় আলোচনা করা হয়। ভবনের স্থান নির্ধারনের জন্য ডাঃ বিলাল আহমদকে আহ্বায়ক ও আব্দুন নুরকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। জুলাই আদর্শ উচ্চ বিদ্যালয়ের উন্নয়নের জন্য পুরানো ভবনটি মেরামত করতে আরো ১০ লক্ষ টাকা ও যুব-ক্রীড়া মন্ত্রনালয় থেকে খেলার সরঞ্জাম কেনার জন্য আরো ৩০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে জানিয়েছেন সাতবাঁক ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মস্তাক আহমদ পলাশ। সভা শেষে বিশ^ জনসংখ্যা দিবসে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমের উল্লেখযোগ্য অবদানের জন্য শ্রেষ্ট ইউনিয়ন পরিষদ হিসাবে সাঁতবাক ইউপিকে যে সম্মাননা স্মারক দেয়া হয়েছে তা ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশের অবদান তার হাতে তুলে দিয়েছেন পরিবার পরিকল্পনার কর্মীরা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়