Wednesday, July 26

সিলেট-৫ ! আ’লীগ,বিএনপি, ও জাপার একাধিক প্রার্থী মাঠে


নিজাম উদ্দিন: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হয়েছে তোড়জোড়। প্রতিদিন নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগ ও বিএনপির মধ্যে বাকযুদ্ধ এবং গণমাধ্যমে চলছে নির্বাচনোত্তর ফর্মুলা নিয়ে নানা যুক্তিতর্ক ও আলোচনা। এরই মধ্যে একাদশ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে আওয়ামীলীগ, বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী প্রচারনায় নেমে পড়েছেন। সিলেট জেলার সীমান্তবর্তী সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সম্ভাব্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ে ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছেন। আগাম নির্বাচনী প্রচারনার দিক থেকে ক্ষমতাসীন দল আ’লীগের মনোনয়ন প্রত্যাশী হাফ ডজন প্রার্থী দলের মনোনয়ন পেতে তাদের কর্মী-সমর্থকদের নিয়ে বিভিন্ন সভা সমাবেশে সক্রীয় অংশগ্রহণ, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সক্রীয় হওয়ার পাশাপাশি নানা সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে দলের হাই কমান্ডের আস্থা অর্জন করতে নানা ধরনের তৎপরতা চালাচ্ছেন। পাশাপাশি ক্ষমতাসীন দলের সম্ভাব্য প্রার্থীরা কানাইঘাট জকিগঞ্জের হাট বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে তাদের সমর্থকদের মাধ্যমে ডিজিটাল ব্যানার ও ফেস্টুনে নিজেদের ছবি ব্যবহার করে ভোটার ও নেতাকর্মীদের কাছে পরিচিত হতে প্রচারনা করে যাচ্ছেন। বিগত দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জামায়াত জোট সহ অধিকাংশ দল নির্বাচন বর্জন করলে এ আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন বিয়ানীবাজার উপজেলার বাসিন্দা জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ জাপার কেন্দ্রীয় নেতা যুক্তরাজ্য প্রবাসী আলহ্বাজ সেলিম উদ্দিন। সেই নির্বাচনে আ’লীগ থেকে দলীয় মনোনয়ন লাভ করেছিলেন জকিগঞ্জ উপজেলার সাবেক জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান জেলা আ’লীগের বর্তমান সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। পরে আ’লীগ ও জাপার মধ্যে আসন ভাগাভাগি নিয়ে সমঝোতা হলে আওয়ামী লীগের সভানেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মাসুক উদ্দিন আহমদ তার মনোনয়নপত্র প্রত্যাহার করলে জাপার কেন্দ্রীয় নেতা সেলিম উদ্দিন এ আসন থেকে বিনা ভোটে নির্বাচিত হন। কিন্তু একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পাশাপাশি বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী, ইসলামী সমমনা দলের সম্ভাব্য প্রার্থীরা মাঠ পর্যায়ে আগাম নির্বাচনী প্রস্তুতি গ্রহণ করায় সকল দলের অংশগ্রহণে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে সিলেট ৫ আসনে বিজয় ছিনিয়ে আনার লক্ষ্যে ইতিমধ্যে আওয়ামীলীগ ও বিএনপি আগাম নির্বাচনী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে মাঠ পর্যায়ে ব্যাপক গণ সংযোগ ও তৎপরতা চালিয়ে যাচ্ছেন দশম জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগের মনোনয়ন পাওয়া প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের ভগ্নিপতি ড. আহমদ আল কবির, বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য জেলা আওয়ামী লীগ নেতা দানবীর ব্যক্তিত্ব আলহাজ্ব আব্দুল মুমিন চৌধুরী, সুপ্রিম কোর্টের এড. সাবেক ছাত্রনেতা এড. মোস্তাক আহমদ। তবে মাঠপর্যায়ে সক্রীয় নয় আওয়ামী লীগ থেকে সিলেট-৫ আসনে দুই বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী আলহাজ্ব¦ হাফিজ আহমদ মজুমদার আওয়ামী লীগের মনোনয়ন পেতে পারেন বলে তার সমর্থকরা জানিয়েছেন। অপরদিকে নির্বাচনী মাঠে ব্যাপক তৎপরতা চালিয়ে যাওয়ার পাশাপাশি ড. আহমদ আল কবির তার বলয়ের নেতাকর্মীদের দিয়ে ইতিমধ্যে কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের কমিটি গঠন করেছেন। এ নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে আহমদ আল কবিরকে নিয়ে মতবিরোধের সৃষ্টি হয়েছে। বিএনপি থেকে নির্বাচনের প্রস্তুতি নিয়ে মাঠ পর্যায়ে সক্রীয় রয়েছেন বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক সৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম ছাত্রনেতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের আপ্যায়ন সম্পাদক মামুনুর রশিদ মামুন, কানাইঘাট উপজেলা পরিষদের বার বার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান জেলা বিএনপির সহ-সভাপতি আশিক উদ্দিন চৌধুরী। বিএনপি থেকে মনোনয়ন পেতে তৎপর রয়েছেন সাবেক সাংসদ সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাহির চৌধুরী, সিলেট ল’কলেজের ভিপি কেন্দ্রীয় ছাত্রদল নেতা মাহবুবুল হক চৌধুরী, যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি নেতা শরিফ উদ্দিন লস্কর। বিএনপির নেতাকর্মীরা জানিয়েছেন, ইতিমধ্যে দলের চেয়ার পার্সন বেগম খালেদা জিয়া সিলেট-৫ আসনে বিএনপির প্রার্থী হিসাবে পছন্দের তালিকায় সাবেক ছাত্রনেতা মামুনুর রশিদ মামুন ও কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরীর নাম রেখেছেন। তবে বিএনপি ও জামায়াত জোট ঐক্যবদ্ধ ভাবে নির্বাচন করলে এ আসন থেকে জোটের মনোনয়ন চাইবেন সাবেক সংসদ সদস্য জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরী ও ২০ দলীয় জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওঃ উবায়দুল্লাহ ফারুক। উবায়দুল্লাহ ফারুক দলীয় নেতাকর্মীদের নিয়ে মাঠ পর্যায়ে ব্যাপক তৎপরতা ইতিমধ্যে শুরু করেছেন। কৌমি মাদ্রাসা অধ্যুষিত কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলায় জমিয়তে উলামায়ে ইসলামের ব্যাপক নেতাকর্মী রয়েছেন। অপরদিকে জামায়াতে ইসলামী তাদের দলীয় ভাবে সাবেক সংসদ ফরিদ চৌধুরীকে জোটের প্রার্থী হিসাবে জোরালো দাবী ইতিমধ্যে শুরু করেছে। মাঠপর্যায়ে জামায়াত শিবিরের নেতাকর্মীরা প্রকাশ্যে তৎপরতা না চালালেও ঘরোয়া ভাবে জামায়াত শিবিরের নেতাকর্মীরা তাদের প্রার্থী ফরিদ চৌধুরীকে নিয়ে কৌশলগত ভাবে নির্বাচনী তৎপরতা চালাচ্ছেন। বিএনপির মধ্যে অভ্যন্তরী কোন্দলের কারনে বর্তমানে দলের সাংগঠনিক কার্যক্রম দুর্বল হয়ে পড়েছে। এ সুযোগ জামায়াতের প্রার্থী নিতে পারেন বলে সচেতন মহল মনে করছেন। বর্তমান সংসদ সদস্য জাপার কেন্দ্রীয় নেতা জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ পুণরায় সিলেট-৫ আসন থেকে প্রার্থী হতে মাঠ পর্যায়ে প্রতিনিয়ত ব্যাপক তৎপরতা শুরু করেছেন। সংসদ সদস্য হিসাবে সেলিম উদ্দিন এমপি সব সময় তার নির্বাচনী এলাকার মানুষের সাথে যোগাযোগ রক্ষা, জাপার নেতাকর্মীদের সংগঠিত ও উপজেলা পর্যায়ে বিভিন্ন সরকারী প্রোগ্রামে অংশগ্রহণ করে থাকেন। জাতীয় সংসদের কানাইঘাটের দাবী ধাওয়া তুলে ধরে জোরালো অবস্থান ও কানাইঘাট জকিগঞ্জের গুরুত্বপূর্ণ অনেক দাবী ধাওয়া তিনি পূরণ করতে পেরেছেন। এলাকায় ভোটারদের মধ্যে তার গ্রহণযোগ্যতা রয়েছে। তবে মাঠ পর্যায়ে জাতীয়পার্টি অগোচালো ও দলের মধ্যে অভ্যন্তরীন বিরোধ থাকায় জাতীয়পার্টির অবস্থান এখানে আগের মতো নয়। জাতীয়পার্টি থেকে কে মনোনয়ন পাবেন তা এখনও নিশ্চিত নয়। । নির্বাচনকে সামনে রেখে জাতীয়পার্টির মনোনয়ন পেতে দলীয় ভাবে লবিং চালিয়ে যাচ্ছেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাপার কেন্দ্রীয় নেতা আলহাজ্ব ছাব্বির আহমদ,জাপার কেন্দ্রীয় সদস্য,জাতীয় ছাত্র সমাজের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপাতি বিশিষ্ট শিল্পপতি সাবেক ছাত্রনেতা এম জাকির হুসেন ও জাপার কেন্দ্রীয় সদস্য সাইফ উদ্দিন খালেদ  তৎপরতা চালাচ্ছেন। আ’লীগ ও জাতীয়পার্টির মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন সমঝোতার মধ্যে হলে এ আসন থেকে সেলিম উদ্দিন পুণরায় মনোনয়ন পেতে পারেন বলে দলের নেতাকর্মীরা জানিয়েছেন। অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীদের তৎপরতা এখনও লক্ষ্য করা যায় নি। কানাইঘাট-জকিগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের সাংগঠনিক ভীত অত্যন্ত মজবুত। তবে দলের নেতাকর্মীরা নানা ভাবে নিষ্ক্রীয় রয়েছেন। মাঠ পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম জোরালো ভাবে চালানো হচ্ছে না বলে তৃনমূলের নেতাকর্মীরা জানিয়েছেন। যুবলীগ ও ছাত্রলীগের কমিটি নিয়ে এখানে বিরোধ রয়েছে। ক্লিন ইমেজধারী প্রার্থী হিসাবে এ আসন থেকে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদার ও মাসুক উদ্দিন আহমদকে দলীয় মনোনয়ন দিলে তারা বিজয় ছিনিয়ে আনবেন বলে নেতাকর্মীরা বিশ্বাস করেন। অপরদিকে সিলেট-৫ আসনে ডানপন্থী ভাবধারার রাজনৈতিক দলের সমর্থকরা বেশি রয়েছেন। স্বাধীনতা পরবর্তী ১৯৭৯ সালে বিএনপি থেকে নির্বাচিত হয়েছিলেন মোঃ আব্দুল হাই, এরপর ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে আব্দুল কাহির চৌধুরী নির্বাচিত হয়েছিলেন। তারপর এ আসন থেকে বিএনপির কোন প্রার্থী বিজয়ী হতে পারেন নি। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জামায়াত জোট ঐক্যবদ্ধ ভাবে নির্বাচন করলে এ আসন থেকে জামায়াতের প্রার্থী হিসাবে ফরিদ চৌধুরী বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। আগামী একাদশ নির্বাচনে বিএনপি জামায়াত জোট ঐক্যবদ্ধ ভাবে নির্বাচন করলে দলের নেতাকর্মীরা মনে করেন অনায়াসে এ আসন থেকে তাদের প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হবেন। কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক সাবেক মেয়র লুৎফুর রহমান কানাইঘাট নিউজকে জানিয়েছেন, বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়নের কারনে আওয়ামী লীগ থেকে যাকে দলীয় মনোনয়ন দেয়া হবে তিনি বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন। দলের নেতাকর্মী ঐক্যবদ্ধ ভাবে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করে যাবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়