Monday, May 29

কানাইঘাটে রমজান উপলক্ষে বাজার মনিটরিং শুরু


নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মনিটরিং শুরু হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন আচার্য কানাইঘাট বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মনিটরিং করেন। তিনি বেশ কয়েকটি ভূষিমালের দোকান, সবজির দোকান, ফলের দোকান, মাংস হাটি, মাছ হাটি এবং কয়েকটি মিষ্টির দোকান ঘুরে জিনিসপত্রের দাম যাচাই- বাছাই করেন। সহকারী কমিশনার ভূমি সুমন আচার্য জানিয়েছেন, দ্রব্য মূল্যের দাম স্থিতিশীল রয়েছে। পবিত্র রমজান উপলক্ষ্য যাতে করে কোন ব্যবসায়ী কোন জিনিসপত্রের দাম অযথা না বাড়াতে পারে এবং ভেজাল ও বাসী খাদ্য দ্রব্য বিক্রি করতে না পারে এজন্য ব্যবসায়ীদের প্রাথমিক ভাবে আমরা বুঝিয়েছি। সব জিনিসপত্রের দাম গ্রাহকদের নাগালের মধ্যে রয়েছে। উপজেলার হাট বাজারগুলি পর্যায়ক্রমে আমরা মনিটরিং করব। কানাইঘাট কামারপট্টি ব্যবসায়ীরা সহকারী কমিশনার ভূমি সুমন আচার্যের অভিযোগ করে বলেন, বাজারের মাংস ব্যবসায়ীরা অপরিচ্ছন্ন ভাবে গরু জবাই করার কারনে এলাকার পরিবেশ দূষনের সৃষ্টি হয়েছে। মলমূত্র ছড়িয়ে ছিটিয়ে থাকায় সেখানে তারা বসবাস করতে পারছেন না। এব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি কামারপট্টি ব্যবসায়ীদের আশ্বাস প্রদান করেন। পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা ফুড ইন্সপেক্টর আবুল কালাম আজাদ সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়