Wednesday, May 24

ব্রাজিলের ১৬ বছরের ভিনিসিউসের সঙ্গে রিয়ালের চুক্তি

ব্রাজিলের ১৬ বছরের ভিনিসিউসের সঙ্গে রিয়ালের চুক্তি

কানাইঘাট নিউজ ডেস্ক: ব্রাজিলের উদীয়মান ফুটবলার ভিনিসিউস জুনিয়রকে ফ্লামেঙ্গো থেকে দলে নিতে চুক্তি করেছে রিয়াল মাদ্রিদ।

ভিনিসিউস প্রথম নজর কাড়েন গত মার্চে। দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে ব্রাজিলের শিরোপা জয়ের পথে সর্বোচ্চ ৭টি গোল করেন। এরপরই তাকে পেতে আগ্রহী হয়ে ওঠে ইউরোপের কয়েকটি ক্লাব। তাই হয়তো চুক্তিটা সেরে রাখতে দেরি করল না রিয়াল মাদ্রিদ।

ভিনিসিউসকে বলা হচ্ছে আগামীর নেইমার। তবে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বার্নাব্যুতে খেলতে পারবেন না ফ্লেমেঙ্গোর এই উদীয়মান ফরোয়ার্ড।

ব্রাজিল ও স্পেনের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ভিনিসিউসের ট্রান্সফার ফি সাড়ে ৪ কোটি ইউরো। অবশ্য শিগগিরই সান্তিয়াগো বের্নাবেউয়ে যোগ দিচ্ছেন না ১৬ বছর বয়সী এই ফরোয়ার্ড।

২০১৮ সালে ১৮ বছর পূর্ণ হওয়ার পরই রিয়ালের হয়ে মাঠে নামতে পারবেন। নতুন চুক্তির ফলে তার দাম রিলিজ ক্লজ ৩ কোটি ইউরো থেকে বাড়িয়ে করা হয় সাড়ে ৪ কোটি ইউরো।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়