কানাইঘাট নিউজ ডেস্ক:
চিকিৎসক বললেই যে ছবিটি চোখের সামনে ভেসে ওঠে, তা হলো সাদা অ্যাপ্রন পরিহিত
গলায় স্থেটোস্কোপ ঝোলানো একটি অবয়ব। কিন্তু এত রঙ থাকতে কেন সাদা রঙের
অ্যাপ্রন পরেন চিকিৎসকরা। এর পেছনে একটি নয়, একাধিক কারণ রয়েছে। চিকিৎসকদের
সাদা অ্যাপ্রন পরার নেপথ্যে রয়েছে একাধিক যুক্তিও।
প্রথম যুক্তি হল, হাসপাতালের ভিড়ে যাতে চিকিৎসকদের আলাদা করা যায়, তার জন্য সাদা অ্যাপ্রন পরা হয়। যে কোন জরুরি পরিস্থিতিতে হাসপাতালের ভিড়ে চারিদিকে চোখ বোলালেই যাতে চিকিৎসকদের চট করে নজরে আসে, তার জন্যই এই ব্যবস্থা।
দ্বিতীয় যুক্তি হল, এই ধরনের অ্যাপ্রনে একাধিক পকেট থাকে। চিকিৎসকদের একসঙ্গে একাধিক জিনিস নিয়ে ঘুরতে-ফিরতে হয়। সে কারণেই এই ধরনের অ্যাপ্রনের ব্যবস্থা।
তৃতীয় যুক্তি হল, যে পোশাকে বাইরে থেকে চিকিৎসকরা হাসপাতাল বা চেম্বারে আসেন, তাতে বিবিধ জীবাণু থাকার সম্ভাবনা থেকে যায়। তার থেকে রোগীদের সংক্রমণের আশঙ্কা থাকে। এই কারণেও সাদা অ্যাপ্রন চাপিয়ে নেন চিকিৎসকরা।
চতুর্থ কারণ হলো, সাদা হলো শান্তি ও স্বস্তির প্রতীক। সাদা রং মানুষের মনকে প্রশান্ত করে। রোগীরা এই রং দেখলে ভরসা ফিরে পায়।
প্রথম যুক্তি হল, হাসপাতালের ভিড়ে যাতে চিকিৎসকদের আলাদা করা যায়, তার জন্য সাদা অ্যাপ্রন পরা হয়। যে কোন জরুরি পরিস্থিতিতে হাসপাতালের ভিড়ে চারিদিকে চোখ বোলালেই যাতে চিকিৎসকদের চট করে নজরে আসে, তার জন্যই এই ব্যবস্থা।
দ্বিতীয় যুক্তি হল, এই ধরনের অ্যাপ্রনে একাধিক পকেট থাকে। চিকিৎসকদের একসঙ্গে একাধিক জিনিস নিয়ে ঘুরতে-ফিরতে হয়। সে কারণেই এই ধরনের অ্যাপ্রনের ব্যবস্থা।
তৃতীয় যুক্তি হল, যে পোশাকে বাইরে থেকে চিকিৎসকরা হাসপাতাল বা চেম্বারে আসেন, তাতে বিবিধ জীবাণু থাকার সম্ভাবনা থেকে যায়। তার থেকে রোগীদের সংক্রমণের আশঙ্কা থাকে। এই কারণেও সাদা অ্যাপ্রন চাপিয়ে নেন চিকিৎসকরা।
চতুর্থ কারণ হলো, সাদা হলো শান্তি ও স্বস্তির প্রতীক। সাদা রং মানুষের মনকে প্রশান্ত করে। রোগীরা এই রং দেখলে ভরসা ফিরে পায়।
খবর বিভাগঃ
ফিচার
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়