Sunday, January 8

বিশ্ব ইজতেমার সামগ্রিক প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্ব ইজতেমার সামগ্রিক প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী

কানাইঘাট নিউজ ডেস্ক: বিশ্ব ইজতেমার সামগ্রিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা মনে করি, বিশ্ব ইজতেমা সুন্দরভাবে সম্পন্ন হবে।

রোববার দুপুরে বিশ্ব ইজতেমার চূড়ান্ত প্রস্তুতি নিয়ে গাজীপুরের টঙ্গী সিটি করপোরেশনের প্রাঙ্গণে মতবিনিময় সভা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন।

ইজতেমার নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'আমাদের গোয়েন্দা সংস্থা কাজ করছে'। নিরাপত্তা বাহিনী অত্যন্ত চৌকস। সব কিছুই নিয়ন্ত্রণে রয়েছে। সব রকম পরিস্থিতি মোকাবিলার জন্য আইন শৃঙ্খলা বাহিনীও প্রস্তুত রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

 এ সময় বক্তব্য রাখেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, আইজিপি এ কে এম শহীদুল ইসলাম, গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও তাদের প্রতিনিধিরা বিশ্ব ইজতেমার প্রস্তুতির কথা তুলে ধরেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়